Joy Jugantor | online newspaper

১০০০ কর্মী ছাঁটাই করছে বিবিসি

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ০৬:৪২, ২৭ মে ২০২২

১০০০ কর্মী ছাঁটাই করছে বিবিসি

১০০০ কর্মী ছাঁটাই করছে বিবিসি

আগামী কয়েক বছরে ১০০০ কর্মী ছাঁটাই করবে ব্রিটিশ পাবলিক সার্ভিস ব্রডকাস্টার (বিবিসি)। প্রথাগত সম্প্রচার থেকে ডিজিটাল মাধ্যমে রূপান্তরে প্রাধান্য দিতে এবং আর্থিক সংকট মোকাবেলায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বিবিসি জানায়, আধুনিক বিশ্বের সঙ্গে খাপ খাওয়াতে ধাপে ধাপে প্রতিষ্ঠানের পদক্ষেপে পরিবর্তন আনবে তারা। শ্রোতাদের পছন্দের বিষয়বস্তু তুলে ধরবে। ডিজিটলি-ফাস্ট পাবলিক সার্ভিস মিডিয়া সংস্থা গঠনের লক্ষ্যে কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেয়া হয়েছে।  

বৃহস্পতিবার এক বিবৃতিতে জানানো হয়, বিবিসি ওয়ার্ল্ডকে যুক্তরাষ্ট্র ও বহিঃর্বিশ্বে ২৪ ঘণ্টার একক চমৎকার নিউজ চ্যানেল হিসেবে গড়ে তোলা হবে।
 
ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়, শিশুদের চ্যানেল সিবিবিসি, বিবিসি ফোর এবং রেডিও ফোর এক্সট্রাসহ বিভিন্ন চ্যানেলের প্রথাগত সম্প্রচার বন্ধ হয়ে যাবে। বিশ্বের বিভিন্ন ভাষায় পরিষেবা একক ডিজিটাল ওয়ার্ল্ড সার্ভিসে পরিণত হওয়ায় এ পথে হাঁটবে।

কর্মীদের সামনে এক বক্তৃতায় ‘একটি সজীব, নতুন বিশ্বব্যাপী ডিজিটাল মিডিয়া সংস্থায় রূপান্তরের প্রশংসা করে বিবিসির মহাপরিচালক টিম ডেভি বলেন, এটি আগে কখনও দেখা যায়নি।
 
তিনি বলেন, ‘রূপান্তর প্রক্রিয়া দ্রুততর করতে হবে। আমাদের চারপাশের বাজারে বিশাল পরিবর্তনকে ধারণ করতে হবে।’

প্রতিবেদনে বলা হয়, চাকরি ছাঁটাইসহ প্রথম পর্যায়ের পরিবর্তন এক বছরে ৬৩০ মিলিয়ন মার্কিন ডলার সাশ্রয় করবে।

Add