Joy Jugantor | online newspaper

নতুন ভিডিও বার্তায় মালালার শঙ্কা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৩:৫৮, ১৯ অক্টোবর ২০২১

নতুন ভিডিও বার্তায় মালালার শঙ্কা

শান্তিতে নোবেল বিজয়ী মালালা ইউসুফজাই। ছবি: সংগৃহীত

আফগানিস্তানে মেয়েদের স্কুলে যাওয়ার স্থগিতাদেশ দীর্ঘ হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন শান্তিতে নোবেল বিজয়ী মালালা ইউসুফজাই। মঙ্গলবার বিবিসি ওয়ার্ল্ড অনলাইনে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি এ শঙ্কা প্রকাশ করেন।

মালালা বলেন, মেয়েদের স্কুলে যাওয়ার অনুমতি দিয়ে তালেবানরা স্পষ্ট করে কোনো বক্তব্য দেয়নি। তারা এ নিয়ে দ্বিধাগ্রস্ত। মালালা বলেন, ‘আমরা ক্রমাগত এটা শুনতে পাই যে, তারা শিগগিরই এ নিয়ে ঘোষণা দেবে।’

তিনি বলেন, ‘কখনো তারা (তালেবান) বলে যে, তারা মেয়েদের স্কুলে যেতে অনুমতি দিয়েছে, কিন্তু তারা (মেয়েরা) যাচ্ছে না। এ রকম মিশ্র কথাবার্তা আমরা শুনতে পাচ্ছি। কিন্তু বাস্তবতা হচ্ছে, তারা বিবৃতি দিয়ে এটা বলেনি যে, হ্যা, মেয়েরা এখন স্কুলে যেতে পারবে।’

মালালা বলেন, ‘এক মাস আগে তারা (তালেবান) ঘোষণা দিয়েছিল, ছেলেরা স্কুলে যেতে পারবে। তাহলে মেয়েদের জন্য তারা এটা করছে না কেনো?’

তিনি বলেন, ‘১৯৯৬ সালে আমরা দেখেছি নারী শিক্ষার ওপর সাময়িক নিষেধাজ্ঞা দিয়েছিল তালেবান, যা পাঁচ বছর পর্যন্ত বহাল ছিল।’ তিনি বলেন, ‘আমি আমার আফগান বোনদের নিয়ে উদ্বিগ্ন যে, (চলমান) এই নিষেধাজ্ঞা বছরের পর বছর ধরে চলতে পারে।’