Joy Jugantor | online newspaper

ভারতে পুলিশ হেফাজতে কঙ্গোর নাগরিকের মৃত্যুর প্রতিবাদ

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ০৬:১৫, ৩ আগস্ট ২০২১

ভারতে পুলিশ হেফাজতে কঙ্গোর নাগরিকের মৃত্যুর প্রতিবাদ

সংগৃহীত ছবি

ভারতের বেঙ্গালুরুতে পুলিশ হেফাজতে কঙ্গোর এক নাগরিকের মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভে আফ্রিকার বিভিন্ন দেশের ছয় নাগরিক আহত হয়েছে। 

রোববার নিষিদ্ধ মাদকদ্রব্য বহনের দায়ে জোয়েল শিন্দানি মালু নামে ওই যুবককে আটক করে বেঙ্গালুরু পুলিশ। 

এরপর সোমবার সকালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে পুলিশ হেফাজতে তার মৃত্যু হয় বলে জানায় পুলিশ। 

এ খবর জানার পর আফ্রিকার বিভিন্ন দেশের নাগরিকরা থানার সামনে বিক্ষোভ করেন। এসময় এক পুলিশ সদস্য আহত হন। 

দ্যা হিন্দু পত্রিকা জানিয়েছে, বিক্ষোভকারীরা 'প্যান আফ্রিকান ফেডারেশন' নামে একটি সংগঠনের সদস্য, যারা আফ্রিকার ছাত্র ও পেশাজীবীদের অধিকার রক্ষার্থে কাজ করেন। 

বিক্ষোভকারীরা দাবি করেন, পুলিশ মিথ্যা অপরাধের দায় দিয়ে মালুকে আটক করেছিলো। তার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যাওয়ার দাবিও নাকচ করে দেন তারা। 

এদিকে, পুলিশ জানিয়েছে, জাতীয় মানবাধিকার কমিশনের নীতিমালা অনুযায়ী মালুর মৃত্যুর তদন্ত শুরু হয়েছে। মামলার তদন্তভার সিআইডির কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে তারা। 

তবে তাদের দাবি, পাসপোর্ট ও ভিসার মেয়াদ শেষ হওয়ার পর মালু ২০১৭ সাল থেকে অবৈধভাবে ভারতে বাস করে আসছিলেন। 

ভারতে বসবাসরত আফ্রিকার বিভিন্ন দেশের নাগরিকরা প্রায়ই পুলিশের বিরুদ্ধে জাতিগত বৈষম্যের অভিযোগ করে থাকেন। মিথ্যা মাদক মামলায় তাদের আটক করার অভিযোগও রয়েছে পুলিশের বিরুদ্ধে।