Joy Jugantor | online newspaper

কঙ্গোতে যাত্রীবাহী বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩৩

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ০৬:০০, ৩ আগস্ট ২০২১

কঙ্গোতে যাত্রীবাহী বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩৩

সংগৃহীত ছবি

মধ্য আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক কঙ্গোতে যাত্রীবাহী বাস ও তেলবাহী ট্রাকের সংঘর্ষে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩৩ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় ৩১ জুলাই রাতে দেশটির রাজধানী কিনশাসা থেকে ৮০ কিলোমিটার দূরে কিবুবা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
 
স্থানীয় পুলিশ কর্মকর্তা অ্যান্টনে পুল্লুর বরাত দিয়ে মঙ্গলবার (৩ আগস্ট) এফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
 
পশ্চিমাঞ্চলে কিবুবার জাতীয় মহাসড়কে তেলবাহী ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষ হয়। এরপর বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই ৩৩ জন মারা যান। আগুনে পুড়ে যাওয়ায় নিহতদের লাশ শনাক্তে বেগ পেতে হচ্ছে দেশটির পুলিশকে। এমনকি অনেকগুলো মরদেহ শনাক্ত করা সম্ভব হয়নি।

সোমবার (২ আগস্ট) নিহতদের শেষকৃত্য সম্পন্ন হয়েছে।

প্রসঙ্গত, এর আগে ২০১৮ সালের অক্টোবরে কিনশাসার আরেকটি গুরুত্বপূর্ণ সড়কে তেলবাহী ট্যাঙ্কার দুর্ঘটনায় ৫৩ জন নিহত হন। এছাড়া ২০১০ সালে আরেকটি তেলবাহী ট্যাঙ্কার উল্টে ২৩০ জন মারা যান।