Joy Jugantor | online newspaper

ফ্রান্সের চিড়িয়াখানায় গোলাপী রঙের যমজ পান্ডা শাবকের জন্ম

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ০৫:৪০, ৩ আগস্ট ২০২১

আপডেট: ০৫:৪১, ৩ আগস্ট ২০২১

ফ্রান্সের চিড়িয়াখানায় গোলাপী রঙের যমজ পান্ডা শাবকের জন্ম

সংগৃহীত ছবি

ফ্রান্সের বেওভাল চিড়িয়াখানায় যমজ শাবকের জন্ম দিয়েছে একটি জায়ান্ট পান্ডা। চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার শাবক দুটির জন্ম দেয় হুয়ান হুয়ান নামের পান্ডাটি। তবে শাবক দুটি ছেলে নাকি মেয়ে, সেটা এখনো জানায়নি চিড়িয়াখানা কর্তৃপক্ষ।

জন্মের সময় বাচ্চা দুইটির ওজন ছিল ১৪৯ গ্রাম এবং আরেকটির ১২৯ গ্রাম।

বিবিসির প্রতিবেদনের তথ্য মতে, শাবক দুইটি বেশ প্রাণবন্ত, গোলাপী রঙের এবং মোটা হয়েছে। চিড়িয়াখানার একটি বিবৃতিতে জানানো হয়েছে, পান্ডা প্রজনন করতে, পান্ডাদের বন্দী এবং বন্য পরিবেশ দুইটিই দেওয়া বেশ কঠিন হয়ে যায়।

হুয়ান হুয়ানকে চীন থেকে নিয়ে আসা হয়েছিল বলে জানিয়েছে ফ্রান্সের চিড়িয়াখানা। শুধু তাই নয় ফ্রান্সে জন্ম নেওয়া প্রথম পান্ডা ইউয়ান মেং কেও জন্ম দিয়েছিল হুয়ান হুয়ান।

এর আগে ২২ জুন জাপানের টোকিওর উয়েনো চিড়িয়াখানায় জায়ান্ট পান্ডা শিন শিন যমজ শাবকের জন্ম দেয়। চার বছর পরে ওই চিড়িয়াখানায় কোনো পান্ডাশাবকের জন্ম হয়েছে।