Joy Jugantor | online newspaper

করোনায় ইন্দোনেশিয়াতে মৃত্যুর মিছিল

আবারও শনাক্ত বাড়ছে ভারত ও যুক্তরাষ্ট্রে

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ০৫:৩৩, ৩ আগস্ট ২০২১

আবারও শনাক্ত বাড়ছে ভারত ও যুক্তরাষ্ট্রে

সংগৃহীত ছবি

করোনাভাইরাসে একদিনে সবচেয়ে বেশি আক্রান্ত শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। তবে বিশ্বে একদিনে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে ইন্দোনেশিয়ায়।

যুক্তরাষ্ট্রে একদিনে করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে ৫৬ হাজার ৩৬৯ জন আর প্রাণ হারিয়েছে ২১৩ জন। এর মধ্যে দিয়ে সেখানে মোট করোনায় আক্রান্ত শনাক্ত হলো ৩ কোটি ৫৮ লাখ ৯৬ হাজার মানুষ আর মোট প্রাণ হারালো ৬ লাখ ২৯ হাজারের বেশি।

শনাক্ত কিছুটা কম থাকলেও একদিনে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে ইন্দোনেশিয়ায়। ২৪ ঘণ্টায় সেখানে প্রাণ হারিয়েছে ১ হাজার ৫৬৮ জন। এই সময়ে দেশটিতে শনাক্ত হয়েছে ২২ হাজার মানুষ। সেখানে করোনায় মোট আক্রান্ত শনাক্ত হয়েছে ৩৪ লাখ ৬২ হাজার ৬০০ মানুষ আর প্রাণ হারিয়েছে ৯৭ হাজার ২৯১ জন।

পাশের দেশ ভারতেও আবার সংক্রমণ কিছুটা বাড়তির দিকে। একদিনে সেখানে করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছে ৩০ হাজার মানুষ আর প্রাণ হারিয়েছে ৪২০ জন।

এরই মধ্যে বিশ্বে করোনাভাইরাসে সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১৯ কোটি ৯৫ লাখ ছাড়িয়ে গেছে। সংক্রমণ প্রতিদিনই বাড়ছে। এর কারণ হিসেবে করোনার ডেলটা ধরনকেই দায়ী করছেন বিশেষজ্ঞরা।

একই সময়ে বিশ্বে করোনায় মোট মারা গেছে ৪২ লাখ ৪৮ হাজার ১০৩ জন।