Joy Jugantor | online newspaper

ভারতে ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হয়ে ৪৩০০ জনের মৃত্যু

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১০:১৪, ২১ জুলাই ২০২১

ভারতে ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হয়ে ৪৩০০ জনের মৃত্যু

সংগৃহীত ছবি

ভারতে ভয়ঙ্কর সংক্রামক রোগ ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৪ হাজার ৩০০ এর অধিক মানুষ মৃত্যুবরণ করেছেন। আক্রান্ত মোট রোগী শনাক্ত হয়েছে ৪৫ হাজার ৩৭৪ জন। খবর প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

ভারতের স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মন্দাভিয়ার বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্তদের মধ্যে প্রায় অর্ধেক সংখ্যক রোগী এখনো চিকিৎসাধীন। সংক্রামক রোগটি নাক, চোখ ও ব্রেইনকে আঘাত করে।

অধিকাংশ রোগীই হয় করোনাভাইরাসের সংক্রমণ থেকে সুস্থ হয়ে তারপর ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হয়েছেন অথবা করোনা থেকে সুস্থ হওয়ার প্রাক্কালে এ রোগে সংক্রমিত হয়েছেন।

চিকিৎসকরা জানান, সাধারণত করোনা থেকে সুস্থ হওয়ার ১২ থেকে ১৮ দিনের মধ্যে ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ দেখা দেয়।

সরকারি তথ্যানুসারে, ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্তদের মধ্যে অধিকাংশই মহারাষ্ট্র, গুজরাট, তামিল নাড়ু ও রাজস্থানের। কেবল মহারাষ্ট্র ও গুজরাটে ১ হাজার ৭৮৫ জনের মৃত্যু হয়েছে।