Joy Jugantor | online newspaper

তিন সৈন্যের মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি আরব

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ০৯:৪৮, ১১ এপ্রিল ২০২১

তিন সৈন্যের মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি আরব

প্রতীকী ছবি।

উচ্চ পর্যায়ের ‘রাজদ্রোহ’ এবং ‘শত্রুর সঙ্গে আঁতাতের’ অভিযোগে তিন সৈন্যের মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি আরব। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতির বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, সৌদি আরবের একটি বিশেষ আদালতে সুষ্ঠু বিচারের পর তিন সেনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।

তবে, মৃত্যুদণ্ডপ্রাপ্তরা কোন শত্রুর সঙ্গে মিলে ষড়যন্ত্র করেছিলেন, সে বিষয়ে কিছু জানায়নি সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়। ইয়েমেন সীমান্তবর্তী সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় একটি প্রদেশে তিন সেনার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এই প্রদেশে ছয় বছরের বেশি সময় ধরে ইরানের মদদপুষ্ট হুথি বিদ্রোহীদের সঙ্গে যুদ্ধে লিপ্ত রয়েছে সৌদি আরব।   

সৌদি আরবের মানবাধিকার কমিশনের তথ্য অনুযায়ী, সৌদি আরবে গত বছর ২৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এর আগের বছর রেকর্ড ১৮৫ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল।