Joy Jugantor | online newspaper

টাঙ্গাইলের সখীপুরে সাইকেল থেকে মোটরসাইকেল, যুবকের অভিনব উদ্ভাবন

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৯:৫৫, ২১ সেপ্টেম্বর ২০২৫

টাঙ্গাইলের সখীপুরে সাইকেল থেকে মোটরসাইকেল, যুবকের অভিনব উদ্ভাবন

টাঙ্গাইলের সখীপুরে সাইকেল থেকে মোটরসাইকেল, যুবকের অভিনব উদ্ভাবন

টাঙ্গাইলের সখীপুর উপজেলার কচুয়া হাজী চৌরাস্তা গ্রামের তরুণ শাকিল (১৯) তৈরি করেছেন অভিনব এক মোটরসাইকেল। সাধারণ একটি বাইসাইকেলের সঙ্গে জুড়ে দিয়েছেন ১৫০ সিসির মোটরসাইকেলের ইঞ্জিন। আর তেলের ট্যাংক বানিয়েছেন দুটি কোকাকোলার বোতল দিয়ে। চার মাসের শ্রম আর নিজস্ব জমানো টাকা খরচ করে স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছেন তিনি।

শাকিল জানান, ছোটবেলা থেকেই যন্ত্রপাতি নিয়ে কাজ করার নেশা ছিল তার। শুরুতে সাইকেল স্ট্যান্ড করে ভিডিও বানিয়ে ইউটিউবে আপলোড করতেন। এবার নিজস্ব কল্পনা ও দক্ষতা কাজে লাগিয়ে বানিয়েছেন ব্যতিক্রমী এই মোটরসাইকেল, যা নিয়ে এখন চারপাশে চলছে আলোচনা। আশ্চর্যের বিষয় হলো, তার বানানো মোটরসাইকেল প্রতি লিটার তেলে চলতে পারে ৫০ থেকে ৬০ কিলোমিটার।

নিজস্ব ডিজাইনে নির্মিত মোটরসাইকেলটিতে সামনে রয়েছে অয়েল ব্রেক এবং পিছনে ইঞ্জিন ব্রেকের সুবিধা। ভবিষ্যতে ১০০০ সিসির ইঞ্জিন বসিয়ে চার চাকার মোটরবাইক তৈরির পরিকল্পনাও করছেন তিনি। শাকিলের দাবি, সরকারি অর্থ সহায়তা পেলে এই উদ্ভাবনকে আধুনিকায়ন করে রপ্তানিযোগ্য করা সম্ভব হবে ।২০২৩ সালে স্থানীয় এক বিদ্যালয় থেকে এসএসসি পাস করেন শাকিল। অর্থাভাবে উচ্চশিক্ষায় এগোতে না পারলেও থেমে থাকেননি স্বপ্নপূরণের প্রচেষ্টা।

মোট ৬২ হাজার ২০০ টাকা খরচ করে তিনি তৈরি করেছেন ব্যতিক্রমী এই মোটরসাইকেল।শাকিলের বাবা দেলোয়ার হোসেন বলেন, ছেলের এই আবিষ্কার আমাদের পরিবারের জন্য গর্বের।স্থানীয় বাসিন্দা মোহাম্মদ সানি জানান, শাকিলের মতো তরুণরা প্রযুক্তিকে হাতিয়ার বানিয়ে দেশকে একদিন আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত করবে।স্থানীয়দের মতে, যখন অনেক তরুণ সময় নষ্ট করছে মোবাইল গেম আর অনলাইন আসক্তিতে, তখন শাকিলের এই সৃজনশীল উদ্যোগ নতুন প্রজন্মকে অনুপ্রেরণা জোগাবে।