Joy Jugantor | online newspaper

সংগীতশিল্পী ঊষা উত্থুপের স্বামী আর নেই

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১১:৩৭, ৯ জুলাই ২০২৪

সংগীতশিল্পী ঊষা উত্থুপের স্বামী আর নেই

ছবি সংগৃহীত

সকালেও ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী ঊষা উত্থুপ ও তার স্বামী জানি চাকো উত্থুপ একসঙ্গে বসে চা-নাস্তা খেয়েছেন। টিভিও দেখেছেন কিছুক্ষণ। এরপর ঊষা বাড়ির বাইরে কাজে বেরিয়ে যান। পরে খবর পান স্বামী আর নেই।

জানা গেছে, সোমবার (৮ জুলাই) ঊষা উত্থুপ বাড়ি থেকে বের হওয়া যাওয়ার পরই আচমকা তার স্বামী চাকো উত্থুপ অস্বস্তি বোধ করেন। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। বয়স হয়েছিল ৭৮ বছর।

প্রয়াত চাকো ছিলেন ঊষার দ্বিতীয় স্বামী। তিনি পেশাজীবনে ‘টি এস্টেট’-এর কর্মী ছিলেন। ঊষা-চাকো দম্পতির এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

সব ঠিক থাকলে মঙ্গলবার (৯ জুলাই) কেওড়াতলা মহাশ্মশানে চাকো উত্থুপের শেষকৃত্য সম্পন্ন হবে। ততক্ষণ তার মরদেহ ‘পিস ওয়ার্ল্ডে’ থাকবে।