Joy Jugantor | online newspaper

নাগা চৈতন্যর সিনেমায় যুক্ত হয়ে উচ্ছ্বসিত সাই পল্লবী

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২০:০৫, ২১ সেপ্টেম্বর ২০২৩

নাগা চৈতন্যর সিনেমায় যুক্ত হয়ে উচ্ছ্বসিত সাই পল্লবী

ভারতের দক্ষিণী সিনেমার অভিনেতা নাগা চৈতন্য।

ভারতের দক্ষিণী সিনেমার অভিনেতা নাগা চৈতন্য। তার পরবর্তী সিনেমা ‘এনসি২৩’। এটি পরিচালনা করছেন তরুণ পরিচালক চান্দু মন্ডেটি। এবার এ সিনেমায় যুক্ত হলেন দক্ষিণী সিনেমার আরেক জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী।

বুধবার (১৯ সেপ্টেম্বর) একটি টুইট (এক্স) করেছেন সাই পল্লবী। চুক্তিবদ্ধ হওয়ার কয়েকটি ছবিও শেয়ার করেন তিনি। আর ক্যাপশনে লিখেন— ‘এই টিমের সঙ্গে যুক্ত হয়ে আমি দারুণ খুশি। চে আক্কিনেনি (নাগা চৈতন্য) গুরু আমরা আবারো বিশেষ একটি চলচ্চিত্রে একসঙ্গে কাজ করছি।’

দর্শকদের উদ্দেশ্যে সাই পল্লবী লিখেন, ‘‘আমার প্রিয় তেলেগু দর্শক, আমি আপনাদের অনেক মিস করি। ‘এনসি২৩’ সিনেমার মাধ্যমে ফের আপনাদের সঙ্গে আমার দেখা হবে। আমি খুবই উচ্ছ্বসিত।’’

এ সিনেমার গল্প প্রসঙ্গে ‘কার্তিকেয়া টু’খ্যাত পরিচালক চান্দু বলেন, ‘কার্তিক নামে স্থানীয় এক যুবকের বাস্তব ঘটনা নিয়ে গড়ে উঠেছে সিনেমাটির কাহিনি। ঘটনাটি ২০১৮ সালে ঘটেছিল। দুই বছর ব্যয় করে আমরা চিত্রনাট্য প্রস্তুত করেছি। সিনেমার গল্প শোনে নাগা মুগ্ধ।’

কার্তিক নামে যুবকের চরিত্র রূপায়ন করছেন নাগা। চরিত্রটি বাস্তবসম্মতভাবে চিত্রায়নের জন্য গত মাসে জেলেপাড়ায় গিয়েছিলেন নাগা।

ওই সময়ে এ অভিনেতা বলেন, ‘৬ মাস আগে চান্দু আমাকে সিনেমার গল্পটি শোনায়। গল্প শুনে আমি দারুণ উচ্ছ্বসিত হয়ে পড়ি। বাস্তব একটি ঘটনা অবলম্বনে সিনেমার চিত্রনাট্য রচনা করা হয়েছে। প্রযোজক বানি ভাস ও পরিচালক চান্দু চিত্রনাট্য প্রস্তুত করতে দুই বছর ব্যয় করেছেন এবং জেলেপাড়ায় আসা-যাওয়া করেছেন। এটা খুবই অনুপ্রেরণামূলক ঘটনা। আমরা জেলেপাড়ায় এসেছি, জেলেদের জীবনযাপন, তাদের বডি ল্যাঙ্গুয়েজ এবং গ্রামের অবকাঠামো দেখার জন্য।’

বড় বাজেট নিয়ে নির্মিত হতে যাচ্ছে ‘এনসি২৩’। খুব শিগগির সিনেমাটির দৃশ্যধারণের কাজ শুরু হবে।

 

তথ্য সূত্র: ইন্ডিয়া টুডে, পিঙ্কভিলা