Joy Jugantor | online newspaper

হোটেলের কক্ষ থেকে সিনেমা পরিচালকের মরদেহ উদ্ধার

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৪:৩৯, ২৫ মে ২০২৩

হোটেলের কক্ষ থেকে সিনেমা পরিচালকের মরদেহ উদ্ধার

পরিচালক সুভাষচন্দ্র তিওয়ারি

এবার হোটেলের কক্ষ থেকে সিনেমার পরিচালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ভোজপুরী পরিচালক সুভাষচন্দ্র তিওয়ারির দেহ হোটেলের কক্ষের দরজা ভেঙে উদ্ধার করা হয়। ভারতের উত্তরপ্রদেশের সোনভদ্রে এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে।

পুলিশ সুপারিন্টেন্ডেন্ট যশবীর সিংহ জানান, সুভাষ মুম্বাইয়ের বাসিন্দা। একটি সিনেমার শুটিংয়ের জন্যই সোনভদ্রে থাকছিলেন। সঙ্গে ছিলেন দলের অন্যান্যরা। সবাই মিলে হোটেল তিরুপতিতে থাকছিলেন। তবে বুধবার (২৪ মে) হঠাৎ সুভাষের মৃত্যু হয়।

পরিচালকের মরদেহে কোনো আঘাতের ছাপ ছিল না। মৃত্যুর কারণ স্পষ্ট হবে ময়নাতদন্তের পর। এরপরই ঘটনার তদন্ত করা হবে বলে জানিয়েছে পুলিশ।