Joy Jugantor | online newspaper

কারগার পার্ট ২ এর জন্য অপেক্ষা করতে হবে আর দুই মাস

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৫:০৫, ২১ সেপ্টেম্বর ২০২২

কারগার পার্ট ২ এর জন্য অপেক্ষা করতে হবে আর দুই মাস

ফাইল ছবি

নির্মাতা সৈয়দ আহমেদ শাওকী ও অভিনেতা চঞ্চল চৌধুরীর জাদু ছড়িয়ে পড়েছিল দর্শকদের মধ্যে। আগস্টে ওয়েব সিরিজ কারাগার পার্ট ১ দেখার পর তেমনটাই দেখা গেছে দর্শকদের প্রতিক্রিয়ায়।

সেই জাদু এখনও আছে দর্শকদের মধ্যে, তবে সুপ্ত অবস্থায়। হইচইতে পার্ট ১ প্রকাশ পাওয়ার কয়েকদিন পরেই সবার একটাই প্রশ্ন ছিল, কবে আসবে কারাগার পার্ট ২।

সেই প্রশ্নের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেছে মঙ্গলবার। ওয়েব প্ল্যাটফর্ম হইচই তাদের সিজন সিক্স ঘোষণা করেছে। অডিও-ভিস্যুয়াল প্রেজেন্টেশনে দেয়া ঘোষণায় জানানো হয়েছে কারাগার পার্ট ২ আসছে ডিসেম্বরে।

অর্থাৎ পার্ট ১ এ তৈরি হওয়া রহস্যের জট ও প্রশ্নের উত্তর পেতে দর্শকদের অপেক্ষা করতে হবে আর দুই মাস।

ষষ্ঠ সিজনে বাংলাদেশ থেকে আরও নির্মিত হতে যাচ্ছে তানিম নূর পরিচালিত গোয়েন্দা সিরিজ কাইজার লেভেল টু। অমিতাভ রেজা পরিচালিত বোধ। মোশাররফ করিম অভিনীত ও আশফাক নিপুন পরিচালিত মহানগর ২ আসবে আগামী বছর।

এছাড়া ভারত থেকে ফেলুদা, ব্যোমকেশ, একেনবাবু, মন্টু পাইলটের নতুন সিরিজসহ একগুচ্ছ নতুন ও সিক্যুয়াল আসতে যাচ্ছে ষষ্ঠ সিজনে।