Joy Jugantor | online newspaper

২০২২ সালে আসছে আরেক প্রাণঘাতী ভাইরাস, অ্যালিয়েন হামলা

প্রকাশিত: ১২:৫৪, ১৫ জানুয়ারি ২০২২

২০২২ সালে আসছে আরেক প্রাণঘাতী ভাইরাস, অ্যালিয়েন হামলা

ফাইল ছবি

কেমন যাবে ২০২২ সাল? ভবিষ্যৎ সম্পর্কে আগাম ধারণা করতে পারেন কারা? এমনই রহস্যময় একাধিক ব্যক্তিত্ব নাকি পৃথিবীতে আগে থেকেই ছিলেন। ২০২২ সাল কেমন কাটবে, তা নাকি আগে থেকেই জানিয়েছিলেন বাবা ভাঙা।

বুলগেরিয়ার এই ব্যক্তি আগেই ২০২২ সালের ভবিষ্যতবাণী করেছিলেন। যা ২০২১ সালের শেষের দিকে ফের ভাইরাল হতে শুরু করেছে। বাবা ভাঙা বুলগেরিয়ার এক অন্ধ ব্যক্তি ছিলেন। ১৯৯৬ সালের ১১ অগাস্ট মৃত্যু হয় বাবা ভাঙার। মৃত্যুর আগে কী কী জানিয়েছিলেন বাবা ভাঙা?

>> ২০২২ সালে আবারো একটি মহামারি হানা দিতে পারে পৃথিবীতে। বরফের নীচে এমন একটি ভাইরাস লুকিয়ে রয়েছে, যার দ্বারা ফের গোটা বিশ্ব জুড়ে হামলা করতে পারে আরও একটি মহামারি।

>> জনসংখ্যা ক্রমাগত বাড়ছে গোটা পৃথিবী জুড়ে। গোটা পৃথিবীতে জনসংখ্যা বৃদ্ধির ফেলে ২০২২ সালে পানির সংকট দেখা দিতে পারে প্রকটভাবে।

>> পঙ্গপাল হানা দিতে পারে ভারতের বিভিন্ন অংশে। পঙ্গপালের হানায় ভারতের বিভিন্ন প্রান্তে ফসলের ক্ষতি হতে পারে প্রচুর।

>> ২০২২ সালে পৃথিবীতে অ্যালিয়েন হামলা চালাতে পারে বলে নাকি ভবিষ্যতবাণী করেন বাবা ভাঙা। বাবা ভাঙার অনুসারীরা বিশ্বাস করেন, বুলগেরিয়ার ওই ব্যক্তি কোনোভাবে অ্যালিয়েনদের সঙ্গে যোগাযোগ করতে পেরেছিলেন।