Joy Jugantor | online newspaper

১৬ বছরের সম্পর্কের ইতি টানলেন জ্যাসন-লিসা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৫:৩৮, ১৪ জানুয়ারি ২০২২

১৬ বছরের সম্পর্কের ইতি টানলেন জ্যাসন-লিসা

জ্যাসন-লিসা

১৬ বছরের সম্পর্ক এবং চার বছরের দাম্পত্য জীবনের ইতি টানলেন হলিউড অভিনেতা জ্যাসন মমোয়া ও লিসা বনেট। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে একটি যৌথ বিবৃতি প্রকাশ করে বিচ্ছেদের আনুষ্ঠানিক ঘোষণা দেন জ্যাসন-লিসা।

ভালোবেসে ২০১৭ সালে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছিলেন জ্যাসন মমোয়া ও লিসা বনেট। এটি জ্যাসনের প্রথম বিয়ে হলেও লিসার ছিল দ্বিতীয় বিয়ে। দাম্পত্যের ইতি টানলেও এই তারকা দম্পতি তাদের এক কন্যা লোলা এবং দুই ছেলে নাকোয়া এবং ওলফের দেখাশোনা একসঙ্গে করবেন বলে জানিয়েছেন।

জ্যাসনের আগে ১৯৮৭ সালে সংগীতশিল্পী লেনি ক্রাভিটজের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছিলেন লিসা। কিন্তু ১৯৯৩ সালে সেই সংসারের ইতি টানেন তারা।