Joy Jugantor | online newspaper

জামদানি শাড়ি পরেই শারজাহর মঞ্চে উঠবেন মিথিলা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১১:১৫, ১ ডিসেম্বর ২০২১

জামদানি শাড়ি পরেই শারজাহর মঞ্চে উঠবেন মিথিলা

ছবি সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের শারজাহ মাতাবেন দেশের একঝাঁক তারকা শিল্পী। এ তালিকায় রয়েছেন—নুসরাত ফারিয়া, তানজিয়া জামান মিথিলা, দিলশাদ নাহার কনা, জিয়াউল রোশান, ইয়ামিন হক ববি প্রমুখ।

আগামী ৩ ডিসেম্বর শারজাহ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বাংলাদেশ-সংযুক্ত আরব আমিরাত ফ্রেন্ডশিপ ফেস্টিভ্যাল ২০২১। আর সেখানেই পারফর্ম করবেন তারা। তবে এদিন তানজিয়া জামান মিথিলা জামদানি শাড়ি পরে মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করবেন।

‘রোহিঙ্গা’ খ্যাত এ অভিনেত্রী বলেন, ‘মূলত এই ফেস্টিভ্যালে আমরা বাংলাদেশের প্রতিনিধিত্ব করবো। এ কারণে বাংলাদেশের ট্রাডিশনাল জামদানি শাড়ি নিয়ে যাচ্ছি। এই শোয়ের জন্য আলাদা করে তৈরী করা হয়েছে এটি।’

বাংলাদেশ-সংযুক্ত আরব আমিরাত ফ্রেন্ডশিপ ফেস্টিভ্যালে অন্যান্য অনুষ্ঠানের মধ্যে রয়েছে ফ্যাশন শো। মডেল হিসেবে এতে বাংলাদেশ থেকে একমাত্র মিথিলাই অংশ নেবেন। বাকি মডেলরা সেখানকার-ই। ফ্যাশন শোতে মিথিলা শো স্টপার হিসেবে পাফরম্যান্স করবেন। দেশি জামদানি পরেই র‌্যাম্পে হাঁটবেন এই অভিনেত্রী।

৩ ডিসেম্বর বিকাল ৪টায় শুরু হবে অনুষ্ঠানটি। গত ২৪ নভেম্বর থেকে টিকিট বিক্রি শুরু হয়েছে।