Joy Jugantor | online newspaper

গোয়েন্দা এজেন্ট হচ্ছেন মিম

প্রকাশিত: ২০:৫৬, ২৮ নভেম্বর ২০২১

গোয়েন্দা এজেন্ট হচ্ছেন মিম

বিদ্যা সিনহা মিম।

ঢালিউডে বহুল আলোচিত সিনেমা ‘মাসুদ রানা’। কাজী আনোয়ার হোসেনের বেস্ট সেলার ‘মাসুদ রানা’ সিরিজের চরিত্র এটি। পেশায় গোয়েন্দা। বহুকাল ধরেই এদেশের পাঠকের কাছে প্রিয় চরিত্র মাসুদ রানা। সেই চরিত্র নিয়ে সিনেমা বানাতে যাচ্ছে জাজ মাল্টিমিডিয়া। সিনেমাটির নাম ‘এমআর নাইন’। আর এতে নায়িকা হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন লাক্স তারকা বিদ্যা সিনহা মিম। আজ (২৮ নভেম্বর) ইত্তেফাক অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন মিম।

মিম

বিদ্যা সিনহা মিম জানান, ‘গেল সপ্তাহেই ‘এমআর নাইন’ সিনেমাটিতে যুক্ত হয়েছি। এতে গোয়েন্দা এজেন্ট চরিত্রে আমাকে দেখা যাবে। গেল শনিবার প্রযোজক আব্দুল আজিজ ভাইসহ সিনেমাটির সংশ্লিষ্ট কয়েকজন আমাদের বাসায় এসেছিলেন। তখনই চুক্তিবদ্ধ হয়েছি।’

মিম বলেন, ‘আগামী সিনেমাটির শুটিং শুরু হবে আগামী ফেব্রুয়ারি মাসে। এর মধ্যে ফাইটিংসহ আরও বেশ কিছু বিষয়ের জন্য সামনে ট্রেনিং নিব। এরপর কাজ শুরু করবো।’

মিম

ফের পর্দায় ফিরছে ‘গুলশান এভিনিউ’ফের পর্দায় ফিরছে ‘গুলশান এভিনিউ’ সিনেমাটি বাংলা ও ইংরেজি দুই ভাষায় নির্মিত হবে। ছবিটি নির্মাণ করবেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নির্মাতা আসিফ আকবর। সিনেমাটিতে মাসুদ রানার চরিত্রে অভিনয় করতে দেখা যাবে এবি এম সুমনকে।

এর বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করবেন তারিক আনাম খান, সাজ্জাদ, সাঞ্জু জন, জেসিয়া, হলিউডের মাইকেল জে হোয়াইট, লুইস ট্যান্টসহ অনেকে।

প্রথম লটের দৃশ্যধারণ করা হবে বাংলাদেশে। মাঝে এক সপ্তাহ বিরতি দিয়ে যুক্তরাষ্ট্রে শুটিং শুরু হবে। সেখানে টানা ১৫ দিন চলবে।