Joy Jugantor | online newspaper

করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে রহমত আলী-জলি দম্পতি

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১১:২৪, ২৭ নভেম্বর ২০২১

করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে রহমত আলী-জলি দম্পতি

সংগৃহীত ছবি

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং নাট্যদম্পতি রহমত আলী ও ওয়াহিদা মল্লিক জলি। বর্তমানে তাঁরা রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

রহমত আলী ও ওয়াহিদা মল্লিক দম্পতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন। এর পাশাপাশি তাঁরা অভিনয় জগতেও পরিচিত।

তাঁদের অসুস্থতার বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের চেয়ারম্যান মো. আশিকুর রহমান লিয়ন। তিনি বলেন, করোনার উপসর্গ দেখা দিলে তাঁরা চিকিৎসকের শরণাপন্ন হন। পরে তাঁদের করোনা পরীক্ষা করলে পজিটিভ আসে। ২২ নভেম্বর তাঁরা বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসা নিতে ভর্তি হন। বর্তমানে তাঁরা হাসপাতালেই ভর্তি আছেন।

আশিকুর রহমান আরও বলেন, ‘গত ১৭ নভেম্বর জলি ম্যাডাম প্রথমে করোনায় আক্রান্ত হন। ২২ নভেম্বর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। এদিন রহমত আলীরও করোনা পজিটিভ রিপোর্ট আসে। পরে তিনিও হাসপাতালে ভর্তি হন।’