Joy Jugantor | online newspaper

৩৫ টাকা আয়ে খাবারও জুটতো না

আজ ২০০ কোটি টাকার সিনেমার পরিচালক তিনি

প্রকাশিত: ১৬:৪২, ২৩ নভেম্বর ২০২১

আজ ২০০ কোটি টাকার সিনেমার পরিচালক তিনি

ফাইল ছবি।

বলিউডের সফল ও জনপ্রিয় পরিচালকদের মধ্যে অন্যতম রোহিত শেঠি। সম্প্রতি সময়ে তার পরিচালিত ‘সূর্যবংশী’ সিনেমা মুক্তি পেয়েছে। সিনেমাটির নির্মাণ খরচ প্রয় ২০০ কোটি টাকা। অথচ এই মানুষটিই এক দিন এক একটি কাজের বিনিময়ে পারিশ্রমিক পেতেন মাত্র ৩৫ টাকা। যা দিয়ে খাবারও জুটতো না তার।

সম্প্রতি এ পরিচালক এক সাক্ষাৎকারে বলেন, লোকে ভাবে, সিনেমা ইন্ডাস্ট্রিতে সবই খুব সহজ। কিন্তু কেউ জানেন না, এক সময়ে আমি ২ ঘণ্টা পায়ে হেঁটে সিনেমার সেটে যেতাম। সেখানে কাজ করে পেতাম মাত্র ৩৫ টাকা। আর সেই টাকায় প্রায় দিনই আমার দু’বেলার খাবার জুটতো না।
 
সফল এ পরিচালক ছোটবেলায় মুম্বাইয়ের সান্তা ক্রুজে থাকতেন। অর্থের অভাবে সেখানকার বাড়ি ছাড়তে হয়। দিদার বাড়ি দাহিসরে পরিবারসহ চলে যান তারা। মলাড থেকে আন্ধেরি পর্যন্ত পায়ে হেঁটে যাতায়াত করতেন তিনি।

‘চেন্নাই এক্সপ্রেস’ সিনেমার পরিচালক রসিকতা করে বলেন, আজ যখন আমার গাড়ি চালককে অলিগলি দেখিয়ে বলি, এখান দিয়ে নয়, ওখান দিয়ে চলো। তিনি ভাবেন, এত এত রাস্তা চিনলো কী করে? চোর ছিল নাকি!