Joy Jugantor | online newspaper

গাইলেন প্রভা, মডেল তিনিই

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১২:০৬, ২৭ অক্টোবর ২০২১

গাইলেন প্রভা, মডেল তিনিই

ছবি: সংগৃহীত।

বিজ্ঞাপন জগতে ঝড় তুলেছিলেন সাদিয়া জাহান প্রভা। পরবর্তীতে টেলিভিশন নাটকের শীর্ষ অভিনেত্রীর তালিকায় নিজের জায়গা করে নেন এই সুন্দরী।  

দীর্ঘ পথ চলায় দর্শক চাহিদা বিন্দুমাত্র কমেনি প্রভার। এবার ইউটিউবে নিজের নামে চ্যানেল খুলেছেন তিনি। আর সেখানে পাওয়া গেল নতুন এক প্রভাকে। চমকে যাওয়ার মতোই ঘটনা। দর্শকনন্দিত এই অভিনেত্রীকে সাদা পোশাকে সৈকতে গান গাইতে দেখা যাচ্ছে। হ্যাঁ, পাঠক ইউটিউব চ্যানেলে সেই গানের নিচে তথ্য দেয়া রয়েছে গানটি প্রভাই গেয়েছেন।
 
‘আমি শুনেছি সেদিন তুমি’ গানটি নিজস্ব ঢঙে গেয়েছেন তিনি। ভিডিওতে পাওয়া গেছে গ্লামারাস এক প্রভাকে। গত ২২ অক্টোবর এটি প্রভার ইউটিউব চ্যানেলে অবমুক্ত হয়েছে।
 
প্রভা লিখেছেন, ‘আমার সবচেয়ে প্রিয় গানটি অবশেষে গাওয়ার সাহস করে ফেললাম। আমার প্রথম ভালোবাসা ছিল গানই। তবে অনেক বছর আগে গানের চর্চা ছেড়ে দিয়েছিলাম। আবারও ফিরে এলাম। আশা করি, সবাই পছন্দ করবেন।’

বলে রাখা ভালো, মূল গানটির কথা, কণ্ঠ ও সুর ভারতের মৌসুমী ভৌমিকের। প্রভার জন্য নতুন করে সংগীতায়োজন করেছেন ইমরান মাহমুদুল।