Joy Jugantor | online newspaper

সন্দীপ খোসলা র `ইনটু দ্য লাইটে` ব্রেলেটে `হট` নোরা ফাতেহ

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৪:২৪, ২০ অক্টোবর ২০২১

আপডেট: ১৪:২৪, ২০ অক্টোবর ২০২১

সন্দীপ খোসলা র `ইনটু দ্য লাইটে` ব্রেলেটে `হট` নোরা ফাতেহ

সংগৃহীত ছবি

নৃত্যশিল্পী থেকে ধীরে ধীরে অভিনেত্রী হয়ে উঠেছেন। সম্প্রতি টেক্কা ডিজাইনার আবু জানি এবং সন্দীপ খোসলার প্রথম ফ্যাশন ফিল্ম ইনটু দ্য লাইটের অংশীদার হয়েছেন নোরা ফাতেহি। সম্প্রতি ইনস্টাগ্রামে (পর্দার আড়ালে) ভিডিও এবং ছবিগুলি শেয়ার করেছেন নোরা।

নোরা ফাতেহি'র শেয়ার করা ছবিতে ব্রালেট টপ এবং থাই হাই স্লিট লেহেঙ্গা স্কার্টে দেখা গেল।

সঙ্গে নোরা পরেছিলেন সুন্দর একটি নেকপিস ও কানের দুল। সব মিলিয়ে পোশাকের সঙ্গে নোরার চেহারায় রাজকীয়তা চোখে পড়েছে। ডিজাইনার আবু জানি এবং সন্দীপ খোসলা ও ইনস্টাগ্রামে নোরার সঙ্গে নিজেদের ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছিলেন, 'এন্টার দ্য ড্রিম'।

ইনস্টাগ্রামে উঠে আসা আরও একটি ভিডিয়োতে ডিজাইনার আবু জানি এবং সন্দীপ খোসলা'র সঙ্গে  'এন্টার দ্য ড্রিম' নিয়ে সেলিব্রেট করতেও দেখা গেছে নোরাকে। কেক কেটে চলেছে সেলিব্রেশন।