Joy Jugantor | online newspaper

দেশটা সবার হোক, ‘সংখ্যালঘু’ না থাকুক

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ০৯:৫২, ১৯ অক্টোবর ২০২১

দেশটা সবার হোক, ‘সংখ্যালঘু’ না থাকুক

সাম্প্রদায়িক সন্ত্রাসের সুষ্ঠু তদন্ত এবং বিচার দাবি করেছেন বিদ্যা সিনহা মিম। ছবি: সংগৃহীত

কুমিল্লাসহ দেশের বিভিন্ন জেলার পূজামণ্ডপে ও হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত এবং বিচার দাবি করেছেন বিদ্যা সিনহা মিম। সেই সঙ্গে ‘সংখ্যালঘু’ শব্দটি নিয়েও আপত্তি তুলেছেন এই জনপ্রিয় অভিনেত্রী।

দেশটি যদি সবারই হয়, তাহলে ‘সংখ্যালঘু’ শব্দটি কেন- এমন প্রশ্ন মিমের।

সাম্প্রদায়িক সন্ত্রাসের আগুনে রংপুরের পীরগঞ্জের জেলেপাড়া জ্বলছে এমন একটি ছবি মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করেন এই অভিনেত্রী।

ছবির ক্যাপশনে মিম লেখেন, ‘কোনো ধর্মই কখনও প্রতিহিংসা শেখায় না। তাই ধর্মীয় বিশ্বাসের নামে সকল সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছি।’

দেশটা যদি সবার হয় তাহলে ‘সংখ্যালঘু’ শব্দটা থাকা উচিত নয় উল্লেখ করে মিম আরও লেখেন, ‘‘আরেকটা কথা, দেশটা যদি আমাদের সকলেরই হয়, তাহলে এখানে ‘সংখ্যালঘু’ বলে কোনো শব্দ থাকা উচিত না। আর যদি সংখ্যাতেই কথা বলতে হয়, তাহলে পৃথিবীতে শুধুমাত্র ভালো মানুষেরাই ‘সংখ্যাগরিষ্ঠ’ হোক।’’

দুর্গাপূজা চলাকালীন ও বিসর্জন শেষে কুমিল্লাসহ দেশের কয়েকটি জায়গায় হিন্দুদের পূজামণ্ডপ, মন্দির ও বাড়িঘরে হামলা চালানো হয়। কুমিল্লার ঘটনার জের ধরে নোয়াখালীর চৌমুহনী, চাঁদপুরের হাজীগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় মণ্ডপ, মন্দির ও হিন্দু সম্প্রদায়ের ঘরবাড়িতে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।

এর মধ্যে ফেসবুকে ধর্ম অবমাননার অভিযোগ তুলে রোববার রাতে রংপুরের পীরগঞ্জে রামনাথপুর ইউনিয়নের বাটের হাটে হিন্দু সম্প্রদায়ের বেশ কয়েকটি বাড়ি পুড়িয়ে দেয়া হয়। হামলাকারীরা অন্তত ২৩টি বাড়িঘর পুড়িয়ে দিয়েছে বলে অভিযোগ ক্ষতিগ্রস্তদের।

এসব ঘটনায় সোমবার পর্যন্ত ৭১টি মামলা হয়েছে। এতে গ্রেপ্তার করা হয়েছে ৪৫০ জনকে। আরও কিছু মামলা প্রক্রিয়াধীন আছে।

সেই সঙ্গে হামলাকারীদের বিচারের আওতায় আনতে এবং হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশকে আহ্বান জানিয়েছে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র।