Joy Jugantor | online newspaper

অভিনয় ছেড়ে ইসলামের পথে আমব্রিন!

প্রকাশিত: ০৭:৫৯, ২ আগস্ট ২০২১

আপডেট: ০৭:৫৯, ২ আগস্ট ২০২১

অভিনয় ছেড়ে ইসলামের পথে আমব্রিন!

আমব্রিন। ছবি: সংগৃহীত

শোবিজের পরিচিত অভিনেত্রী ও উপস্থাপিকা আমব্রিন। লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে ২০০৭ সালে আত্মপ্রকাশ হয়েছিল তার। নাটকে অভিনয় করে পরিচিতি বাড়িয়েছেন। জনপ্রিয়তা পেয়েছেন বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) উপস্থাপনা করে।

উপস্থাপনা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে কাজের ইচ্ছা ছিল আমব্রিনের। সে স্বপ্ন পূরণ হওয়ার আগেই হঠাৎ বিয়ে করেন এ অভিনেত্রী। ২০১৭ সালের ৪ নভেম্বর কানাডাপ্রবাসী তৌসিফ আহসান চৌধুরীকে বিয়ে করেন তিনি। এরপর কানাডাতেই থাকছেন আমব্রিন। ২০১৮ সালে ২৩ জুন কন্যা সন্তান জন্ম দেন আমব্রিন।

এবার শোবিজকে বিদায় জানিয়েছেন আমব্রিন। ইসলামের পথে হাঁটছেন তিনি। নিয়মিত নামাজ আদায় করছেন। পোশাকেও পরিবর্তন এনেছেন। শনিবার (৩১ জুলাই) নিজের ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বিষয়টি জানিয়েছেন এ অভিনেত্রী।

আমব্রিনের শেয়ার করা ছবিতে মেয়ের সঙ্গে দেখা গেছে তাকে। মাথার চুল ঢাকা ওই ছবিতে হাস্যোজ্জ্বল অবস্থায় দেখা গেছে আমব্রিন ও তার মেয়ে আমায়াকে। ছবির ক্যাপশনে আমব্রিন লিখেছেন, ‘ওর মতো একটা ফেরেশতা দিয়ে আল্লাহ আমাকে ধন্য করেছেন। ও আমাকে একজন ভালো মানুষ বানিয়েছে। আমার সেরা সংস্করণ। দয়ালু, ধৈর্য্যশীল এবং কৃতজ্ঞ। আলহামদুলিল্লাহ।’

আমায়ার জন্যই শোবিজ দুনিয়া ছাড়ছেন উল্লেখ করে তিনি স্ট্যাটাসে আরও লেখেন, ‘একদিন বয়সে যখন আমায়া জীবন নিয়ে লড়ছিল তখন আমি আল্লাহর কাছে ওয়াদা করেছিলাম। আল্লাহ যেন আমার মেয়েকে ‍সুস্থ করে দেন। বিনিময়ে আমি শোবিজ ছেড়ে দেব। নিয়মিত হিজাব এবং পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব। হারাম কিছু করব না।’

আল্লাহ আমায়াকে সুস্থ করে আমব্রিনে কাছে ফিরিয়ে দিয়েছেন। আমব্রিনও তার ওয়াদা পালনের সর্বোচ্চ চেষ্টা করছেন। এমনটাই জানিয়েছেন তিনি। আমব্রিনের মেয়ের পুরো নাম তাহজিব আমায়া চৌধুরী।

বিয়ের পর কানাডা থেকে দেশে ফেরেননি আমব্রিন। পরিবার নিয়ে সেখানেই স্থায়ী হয়েছেন। সংসার গুছিয়ে উপস্থাপনায় ফেরার কথা ছিল তার। কিন্তু তা আর হয়নি। এর পরে, মেয়ের জন্মের খবরটিও ফেসবুকে জানিয়েছিলেন আমব্রিন। লিখেছিলেন, ‘মা হওয়ার মধ্য দিয়ে নারী জীবনের পূর্ণতা পেলাম।’