Joy Jugantor | online newspaper

এক যুগ পর ফের অপূর্ব-তিশা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৩:৩৯, ৪ মে ২০২১

এক যুগ পর ফের অপূর্ব-তিশা

জিয়াউল ফারুক অপূর্ব ও নুসরাত ইমরোজ তিশা

টেলিভিশন পর্দার এক সময় নিয়মিতই তাদের দেখা যেতো নাটকে। তবে ২০০৮ সালের পর আর একসঙ্গে কাজ করতে দেখা যায়নি জিয়াউল ফারুক অপূর্ব ও নুসরাত ইমরোজ তিশা জুটিকে।

তারা দুজন একসঙ্গে বেশ কিছু নাটকে জুটি বেঁধেছিলেন। এরমধ্যে শেষ প্রান্তে, মন বিহঙ্গম, বন্ধুত্ব ভালোবাসা ইত্যাদি, কারে ভালোবাসো তুমি, জিরো উল্লেখযোগ্য। 

একটি দীর্ঘ বিরতি কাটিয়ে তারা আবারও একসঙ্গে জুটি বাঁধবেন মহিদুল মহিম ও শিহাব শাহীন পরিচালিত দুটি নাটকে। 

মহিদুল মহিম বলেন, তার নাটকের নাম ‘রক রবীন্দ্র’। নাটকটির শুটিং শুরু হবে আগামী ৬ মে থেকে।

শিহাব শাহীন পরিচালিত নাটকটির নাম ‘সে বউয়ের কথায় চলে’। তবে নামটি পরিবর্তন হতে পারে বলে জানান তিনি।