Joy Jugantor | online newspaper

এবার করোনায় আক্রান্ত ক্যাটরিনা কাইফ

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১২:০৬, ৭ এপ্রিল ২০২১

আপডেট: ১২:০৭, ৭ এপ্রিল ২০২১

এবার করোনায় আক্রান্ত ক্যাটরিনা কাইফ

বলিউডে একের পর এক করোনা আক্রান্তের তালিকা বাড়ছে৷ আমির খান, অক্ষয় কুমার, রণবীর কাপুর, আলিয়া ভাটদের পর এবার ক্যাটরিনা কাইফ আক্রান্ত হয়েছেন বলে খবর পাওয়া গেল।

নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবির শেয়ার করে নায়িকা নিজেই এ তথ্য জানিয়েছেন।

ক্যাটরিনা নিজের ইনস্টাগ্রাম পোস্ট লিখেছেন, 'আমি কোভিড ১৯ পজিটিভ হয়েছি। হোম কোয়ারান্টিনে নিজেকে দ্রুত আইসোলেশনে রেখেছি। চিকিৎসকদের পরামর্শে সব রকম নিয়ম পালন করে চলছি। আমার সংস্পর্শে আসা প্রত্যেকে করোনা পরীক্ষা করিয়ে নিন।

সাবধানে থাকুন সবাই। ধন্যবাদ আপনাদের ভালোবাসা ও সহযোগিতার জন্য।'

একদিন আগেই খবর আগে ক্যাটরিনার চর্চিত বয়ফ্রেন্ড ভিকি কৌশলের কোভিড ১৯ পজিটিভ। মঙ্গলবারই এল ক্যাটের অসুস্থতার খবর। অন্যদিকে, ক্যাটরিনার 'সূর্যবংশী' ছবির সহ-অভিনেতা অক্ষয় কুমারও করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।