Joy Jugantor | online newspaper

আজমির শরিফে প্রার্থনায় শ্রাবন্তী, চাইলেন বিচার 

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১০:৪০, ১০ সেপ্টেম্বর ২০২৪

আজমির শরিফে প্রার্থনায় শ্রাবন্তী, চাইলেন বিচার 

আজমির শরিফে প্রার্থনায় শ্রাবন্তী, চাইলেন বিচার 

আরজি কর হাসপাতালের তরুণী চিকিৎসক ধর্ষণ ও হত্যার ঘটনায় উত্তাল পশ্চিমবঙ্গ। এই চরম অন্যায়ের প্রতিবাদে রাস্তায় নেমেছে সকল শ্রেণীর মানুষ। এই দলে আছেন টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। এবার বিচার চাইলেন আজমির শরিফে গিয়ে। সামাজিক মাধ্যমে নিজেই জানিয়েছেন অভিনেত্রী।

শ্রাবন্তী নিজের সোশ্যাল হ্যন্ডেলে ছবি দিয়েছেন। সেখানে শ্রাবন্তীর সঙ্গে দেখা গেছে অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তীকে। মাথায় ওড়না দিয়ে কখনও প্রার্থনা করে সুতো বাঁধলেন শ্রাবন্তী আবার কখনও বা তনুশ্রীর সঙ্গে ফুলের ডালি হাতে দেখা গেল তাকে। 

আজমির শরিফে প্রার্থনা করে দুই টলিউড অভিনেত্রী সেলফিও তুলেছেন। সেসব ছবি শেয়ার করে শ্রাবন্তী লিখলেন, “শান্তি ফিরুক। ন্যায়বিচারের জন্য প্রার্থনা করলাম।”

মাস খানেক হয়ে গেল আরজি কর হাসপাতালের তরুণী চিকিৎসক হত্যার। তারপর থেকেই চলছে প্রতিবাদ। সে দলে সক্রিয় ছিলেন শ্রাবন্তী-তনুশ্রী। আজ ৯ সেপ্টেম্বর শীর্ষ আদালতে যখন মামলার শুনানি চলছে তখন দরগায় ন্যায়বিচারের প্রার্থনা নিয়ে পৌঁছে গেলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়, তনুশ্রী চক্রবর্তীরা।