Joy Jugantor | online newspaper

দেশে প্রথম কোরাল মাছ উৎপাদন করছে বিচ হ্যাচারি

ডেস্ক রিপোর্ট 

প্রকাশিত: ২৩:০৬, ১৬ এপ্রিল ২০২৩

দেশে প্রথম কোরাল মাছ উৎপাদন করছে বিচ হ্যাচারি

প্রথমবারের মতো সামুদ্রিক কোরাল মাছ উৎপাদন শুরু করেছে পুঁজিবাজারে খাদ্য ও আনুসঙ্গিক খাতে তালিকাভুক্ত কোম্পানি বিচ হ্যাচারি লিমিটেড। কোম্পানিটি নতুন এই উৎপাদন প্রাথমিকভাবে পরীক্ষামূলক শুরু করেছে। শুরুতেই কোম্পানি বাৎসরিক ৭০ লাখ কোরাল মাছের পোনা উৎপাদনের কাযক্রম হাতে নিয়েছে।

রোববার (১৬ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোরাল মাছের পোনা দেশে এই প্রথম বিচ হ্যাচারি উৎপাদন করছে। নতুন এই উৎপাদন কোম্পানি মুনাফায় বড় প্রভাব ফেলবে বলে মনে করছেন কোম্পানি সংশ্লিষ্টরা।

সর্বশেষ তথ্য মতে, প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জুলাই, ২০২২-ডিসেম্বর, ২০২২) কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৬০ টাকা। গত হিসাব বছরের একই সময়ে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা ছিল ০.০২ টাকা। আর ২০২২ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়ে কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১০.৩২ টাকা। সর্বশেষ ২০২২ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব থবছরে কোম্পানি বিনিয়োগকারীদের জন্য ১.৫০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।