Joy Jugantor | online newspaper

ঈদের আগে রেমিট্যান্স প্রবাহ বাড়ছে

ডেস্ক রিপোর্ট 

প্রকাশিত: ০৪:১১, ১০ এপ্রিল ২০২৩

ঈদের আগে রেমিট্যান্স প্রবাহ বাড়ছে

প্রতিবারের মতো এবারও ঈদকে সামনে রেখে দেশে রেমিট্যান্স প্রবাহ বাড়ছে। এর ধারাবাহিকতায় চলতি এপ্রিলের প্রথম ৭ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ৪৭ কোটি ৬৮ লাখ ৯০ হাজার মার্কিন ডলার। এ ধারা অব্যাহত থাকলে মাস শেষে রেমিট্যান্সের ক্ষেত্রে নতুন রেকর্ড হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

রোববার (৯ এপ্রিল) প্রকাশিত কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ তথ্য পর্যালোচনায় দেখা গেছে, চলতি মাসের প্রথম সপ্তাহে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে ৬ কোটি ১২ লাখ ডলার, বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে ১ কোটি ২৮ লাখ ৪০ হাজার মার্কিন ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ৪০ কোটি ১৪ লাখ ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে ১৪ লাখ ৪০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে।


গত মাসে দেশে রেমিট্যান্স এসেছে ২০১ কোটি ৭৭ লাখ ডলার, যা গত সাত মাসের মধ্যে সর্বোচ্চ। এর আগে গত বছরের আগস্টে দেশে ২০৩ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স এসেছিল। গত ফেব্রুয়ারিতে রেমিট্যান্স এসেছিল ১৫৬ কোটি ১২ লাখ ডলার।

২০২১-২০২২ অর্থবছরে মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ১০৩ কোটি ১৭ লাখ মার্কিন ডলার। ২০২০-২১ অর্থবছরে রেমিট্যান্স আহরণের পরিমাণ ছিল ২ হাজার ৪৭৭ কোটি ৭৭ লাখ মার্কিন ডলার।