Joy Jugantor | online newspaper

৫ জুন বসছে বাজেট অধিবেশন

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১০:৩৭, ১৯ মে ২০২২

আপডেট: ১১:৫১, ১৯ মে ২০২২

৫ জুন বসছে বাজেট অধিবেশন

ফাইল ছবি

একাদশ জাতীয় সংসদের অষ্টাদশ অধিবেশন আগামী ৫ জুন শুরু হবে। ওই দিন বিকাল ৫টায় অধিবেশন শুরু হবে।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এই অধিবেশন আহ্বান করেছেন। বছরের মাঝামাঝি এ অধিবেশনে জাতীয় বাজেট উত্থাপিত হয়। ফলে এ অধিবেশনকে বাজেট অধিবেশন বলা হয়।বুধবার জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ শাখার পরিচালক মো. তারিক মাহমুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ৫ জুন (রোববার) বিকাল ৫টায় জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে একাদশ জাতীয় সংসদের অষ্টাদশ অধিবেশন আহ্বান করেছেন।এতে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের ১ দফায় প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি অধিবেশন আহ্বান করেছেন ।

আগামী ২০২২-২৩ অর্থবছরের বাজেট হবে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের চতুর্থ বাজেট আর  টানা তিন মেয়াদের ১৪তম বাজেট আওয়ামী লীগ সরকারের ।