Joy Jugantor | online newspaper

ভোজ্যতেলের দাম নির্ধারণ: আরও ১৫ দিন সময় চেয়েছেন বানিজ্যমন্ত্রী

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ০৮:৫৭, ১৯ জানুয়ারি ২০২২

ভোজ্যতেলের দাম নির্ধারণ: আরও ১৫ দিন সময় চেয়েছেন বানিজ্যমন্ত্রী

বুধবারের বৈঠকে শেষে ব্রিফিং করেন বানিজ্যমন্ত্রী টিপু মুনশি।

ভোজ্যতেলের দাম নিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে হওয়া বুধবারের বৈঠকে কোনো সিদ্ধান্ত আসেনি। বৈঠকে হালনাগাদ মূল্য নির্ধারণে অভ্যন্তরীণ ও বৈশ্বিক পরিস্থিতি অধিকতর পর্যালোচনা করতে ব্যবসায়ীদের কাছে আরও ১৫ দিন সময় চেয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

তিনি বলেন, ‘আমি ব্যবসায়ীদের অনুরোধ করেছি, আপনারা আরেকটু সময় দেন আমাদের। মন্ত্রণালয়ের অফিশিয়ালদের (কর্মকর্তা) বলে দিয়েছি, আপনারা অধিকতর সঠিক তথ্যটি আবারও সংগ্রহ করুন।

‘ঠিক ১৫ দিন পর ১৬ দিনের মাথায় আগামী ৬ ফেব্রুয়ারি আমরা আবার মন্ত্রণালয়ে ব্যবসায়ীদের নিয়ে বসব। ওই বৈঠকেই ভোজ্যতেলের একটি হালনাগাদ দাম নির্ধারণ করব। তখন বাড়ানোর প্রয়োজন হলে বাড়াব এবং কমানোর প্রয়োজন হলে কমাব।’

বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ভোজ্যতেলের মূল্য নির্ধারণ পদ্ধতি সংশোধন ও ব্যয় বিবরণী হালনাগাদ সংক্রান্ত বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য দেন বাণিজ্যমন্ত্রী।

বৈঠকে বাণিজ্যসচিব তপন কান্তি ঘোষ, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (অভ্যন্তরীণ বাণিজ্য ও আমদানি) এ এইচ এম সফিকুজ্জামানসহ খাত সংশ্লিষ্ট শীর্ষ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

ব্রিফিংয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘যারা ভোজ্যতেল আমদানি করে, তারা বারবার বলছে আন্তর্জাতিক বাজার পরিস্থিতি বিবেচনায় ভোজ্যতেলের দাম বাড়াতে। এখন দাম কমলেও তারা যখন আমদানি করেছে, তখন দাম বাড়তিই ছিল, তবে বিষয় হলো যে ক্যালকুলেশন করে আমরা ভোজ্যতেলের মূল্য নির্ধারণ করি, সেটা নিয়ে নতুন করে ভাবার সময় এসেছে।

‘ইতিমধ্যে আমরা সে কাজটি করেছি, কিন্তু আজকের আলোচনায় কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারিনি। আমরা বলেছি এখন যেটা দাম আছে, তার থেকে কিছুটা হলেও আপনারা কমান।’

টিপু মুনশি বলেন, ‘আমরা ব্যবসায়ীদের কাছ থেকে আরও ১৫ দিন সময় নিয়েছি। এই ১৫ দিনে মাঠপর্যায়ে আমরা আরও তথ্য-উপাত্ত সংগ্রহ করব। ভোজ্যতেলের ওপর সব ধরনের ডিউটি স্ট্রাকচার আবারও খতিয়ে দেখব। এরপর আবার ব্যবসায়ীদের নিয়ে বসব। সেখানে নতুন করে পর্যালোচনার পর ভোজ্যতেলের নতুন দাম জানানো হবে। বুধবারের বৈঠকে এটাই ছিল চূড়ান্ত সিদ্ধান্ত।’

তিনি বলেন, ‘এতদিন ব্যবসায়ীরা একটু অস্বস্তি ফিল করছিল। তারা নতুন করে আর তেলের এলসি করবে কি না, সে বিষয়ে একটু দ্বিধাদ্বন্দ্বে ছিল, কিন্তু আমাদের মনে রাখতে হবে সামনে রোজা আসছে। সবকিছু চিন্তা করে আমাদেরকে আগাম পদক্ষেপ নিতে হবে।’

আন্তর্জাতিক বাজার পরিস্থিতি বিবেচনায় এই মুহূর্তে দাম কমানোর কোনো সম্ভাবনা আছে কি না জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘না এখনই এই বিষয়ে কোনো সিদ্ধান্ত দেয়া যাবে না। বিষয়টির জন্য কারিগরি কমিটি আছে। বিশেষজ্ঞরা এ বিষয়ে একটি সুপারিশ করবেন।

‘তা ছাড়া আপনাদেরকে বৈশ্বিক পরিস্থিতির দিকে তাকাতে হবে। আমাদের প্রতিবেশী ভারত। তারা আমাদের মতো করেই তেল আমদানি করে। ভারতের স্থানীয় বাজারে মূল্য পরিস্থিতি কি সেটা দেখুন। তাহলেই অনেক কিছু জানতে পারবেন। আমরা অধিকতর পর্যালোচনার আগে এখনই কোনো সিদ্ধান্ত জানাতে চাই না।’

রমজানে ভোজ্যতেলের সরবরাহ স্বাভাবিক থাকা নিয়ে সরকারের উদ্যোগের বিষয়ে জানতে চাইলে টিপু মুনশি বলেন, ‘সরকারের উদ্যোগ রয়েছে। ব্যবসায়ীরা প্রস্তুতি নিচ্ছে, কিন্তু তখন সমস্যা হয়ে দাঁড়ায় আমাদের মানসিকতা।

‘আমরা মুখে বলি আল্লাহ-খোদা, কিন্তু রমজানে এই ধর্মীয় অনুভূতি অনেকের মধ্যেই কাজ করে না। আমরা অনুরোধ করব, যারা রমজানকে ঘিরে কিছু করার চেষ্টা করেন, তারা সংযত হোন।’