Joy Jugantor | online newspaper

বাংলাদেশে ঘুষ লেনদেন বেড়েছে : ট্রেস

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১০:২২, ১৯ নভেম্বর ২০২১

বাংলাদেশে ঘুষ লেনদেন বেড়েছে : ট্রেস

ফাইল ছবি।

বিশ্ব ঘুষ সূচকে চলতি বছর ৬৫ পয়েন্ট নিয়ে আরও এক ধাপ পিছিয়ে ১৬৭ নম্বরে চলে এসেছে বাংলাদেশ। এই তালিকায় গত বছর (২০২০) বাংলাদেশের অবস্থান ছিল ১৬৬। সে হিসেবে বাংলাদেশে ঘুষ লেনদেন বেড়েছে।

যুক্তরাষ্ট্রভিত্তিক ঘুষবিরোধী ব্যবসায়িক সংগঠন ট্রেস প্রকাশিত তালিকায় এ তথ্য পাওয়া গেছে।

বিশ্বের ১৯৪টি দেশে ঘুষ লেনদেন পরিস্থিতি নিয়ে প্রতিবছর জরিপ চালায় ট্রেস। যেসব দেশে ঘুষের ঝুঁকি বেশি, তালিকায় সেসব দেশের পয়েন্টও বেশি।

প্রত্যেক দেশের ঘুষের ঝুঁকি পরিমাপ করা হয়েছে চারটি ক্ষেত্র বিবেচনায়। এর মধ্যে পয়েন্ট বিন্যাস অনুযায়ী- সরকারের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক সূচকে বাংলাদেশে পেয়েছে ৭১ পয়েন্ট, ঘুষ প্রতিরোধ ও আইনপ্রয়োগে ৬৫ পয়েন্ট, সরকার ও সরকারি কর্মকাণ্ডে স্বচ্ছতায় ৫৯ পয়েন্ট এবং সুশীল সমাজের নজরদারির সক্ষমতার ক্ষেত্রে ৬১ পয়েন্ট।

জরিপ অনুযায়ী, সবচেয়ে বেশি ঘুষ লেনদেন হয় উত্তর কোরিয়ায় (১৯৪)। এরপরে রয়েছে তুর্কেমেনিস্তান (১৯৩), ইরিত্রিয়া (১৯২), ভেনেজুয়েলা (১৯১) ও সোমালিয়া (১৯০)।

সবচেয়ে কম ঘুষ লেনদেন হয় ডেনমার্ক (১), নরওয়ে (২), সুইডেন (৩), ফিনল্যান্ড (৪) ও নিউ জিল্যান্ডে (৫)।