Joy Jugantor | online newspaper

আইন লঙ্ঘন: দুই সিকিউরিটিজ হাউজকে সতর্ক করলো বিএসইসি

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৪:৩৪, ১৯ সেপ্টেম্বর ২০২১

আইন লঙ্ঘন: দুই সিকিউরিটিজ হাউজকে সতর্ক করলো বিএসইসি

প্রতীকী ছবি।

আইন লঙ্ঘন করায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সদস্য দুই সিকিউরিটিজ হাউজকে সতর্ক করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

যে দুই সিকিউরিটিজ হাউজকে সতর্ক করেছে সেগুলো হলো: ন্যুভেল সিকিউরিটিজ এবং এস সি এল সিকিউরিটিজ লিমিটেড।

তথ্য মতে, ন্যুভেল সিকিউরিটিজ ডিএসইর ১১২ নং ট্রেক এবং এস সি এল সিকিউরিটিজ ডিএসইর ১২১ নং ট্রেক। ভবিষ্যতে সিকিউরিটিজ সম্পর্তি সব আইন পরিপালন করার শর্তে ন্যুভেল ও এস সি এল সিকিউরিটিজকে সতর্কপত্র দিয়েছে কমিশন।