Joy Jugantor | online newspaper

জেট নতুন নামে খুলছে জেট এয়ার

ঋণের ফাঁস থেকে বেরিয়ে পরিষেবা শুরু আগামী বছরেই

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ০৮:০৫, ১৫ সেপ্টেম্বর ২০২১

আপডেট: ০৮:০৬, ১৫ সেপ্টেম্বর ২০২১

ঋণের ফাঁস থেকে বেরিয়ে পরিষেবা শুরু আগামী বছরেই

প্রতীকী ছবি।

আগামী বছর নতুন করে বিমান পরিষেবা শুরু করতে চলেছে জেট এয়ারওয়েজ। ২০২২ সালের প্রথম ত্রৈমাসিকে দেশের মধ্যে এবং শেষার্ধে আন্তর্জাতিক বিমান চালানো শুরু করবে সংস্থাটি।

ঋণে জর্জরিত হয়ে ২০১৯ সালের এপ্রিলে পরিষেবা বন্ধ করেছিল জেট। আড়াই বছর পার করে আবার ছন্দে ফিরছে এই সংস্থা। জেট জানিয়েছে, তাদের বিমান পরিবহণের জন্য অনুমোদনের প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে।

নতুন অবতারে ফিরছে উড়ান সংস্থাটি। নাম দেওয়া হয়েছে জেট এয়ারওয়েজ ২.০। নাম বদলের পাশাপাশি উড়ান সংস্থাটির সদর দফতরের ঠিকানাও বদলাতে চলেছে। মুম্বইয়ের বদলে রাজধানী দিল্লিতে খুলছে সংস্থার নতুন অফিস।

জেটের নন-এগ্‌জিকিউটিভ চেয়ারম্যান মুরারি লাল জালান বলেছেন, ‘‘তিন বছরের মধ্যে আমাদের সংস্থার বিমানের সংখ্যা ৫০টি এবং পাঁচ বছরে ১০০টি করার পরিকল্পনা রয়েছে।’’ একই সঙ্গে তিনি বলেন, ‘‘আড়াই বছর বন্ধ থাকার পর কোনও বিমান সংস্থার ফের পরিষেবা শুরু করার ইতিহাস এ যাবৎকালে নেই। সে দিক থেকে দেখলে ইতিহাস গড়তে চলেছে জেট এয়ারওয়েজ ২.০।’’