Joy Jugantor | online newspaper

১১০ কোম্পানির ভ্যাট

১০ মাসে সরকারের আদায় ৪১ হাজার ৫০ কোটি টাকা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ০৮:৩১, ২৬ মে ২০২১

১০ মাসে সরকারের আদায় ৪১ হাজার ৫০ কোটি টাকা

ফাইল ছবি।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বৃহৎ করদাতা ইউনিটের তালিকাভুক্ত ১১০টি বড় কোম্পানি চলতি অর্থবছরের ১০ মাসে ৪১ হাজার ৫০ কোটি টাকা ভ্যাট দিয়েছে; যা গত বছরের তুলনায় ১৬ শতাংশ বেশি। গত অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল ৩৫ হাজার ২০৩ কোটি টাকা।

বৃহৎ করদাতা ইউনিটের (এলটিইউ) গত এপ্রিল মাস পর্যন্ত ভ্যাট আদায় পরিস্থিতি বিশ্লেষণ করে এ চিত্র পাওয়া গেছে।

চলতি বছরের জুলাই থেকে এপ্রিল এই ১০ মাসে সিগারেটের ব্যবসা বেড়েছে। এরই ধারাবাহিকতায় এলটিইউ এর তালিকাভুক্ত বড় দুটি সিগারেট প্রস্তুত ও বাজারজাতকারী প্রতিষ্ঠান ভ্যাট দিয়েছে ২২ হাজার ৬১১ কোটি টাকা। ব্রিটিশ আমেরিকান টোবাকো ও ইউনাইটেড ঢাকা টোবাকোর প্রদানকৃত এই ভ্যাট আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ৩ হাজার ৪০০ কোটি টাকা বেশি।

গ্রামীণফোন, রবি, বাংলালিংক ও টেলিটক দেশের এই চারটি মোবাইল ফোন অপারেটর চলতি অর্থবছরের ১০ মাসে ভ্যাট দিয়েছে ৭ হাজার ৮৬ কোটি টাকা। যা গত অর্থ বছরের একই সময়ের তুলনায় ২৮ শতাংশ বেশি।

এলটিইউ এর তালিকাভুক্ত ১৭টি ব্যাংক ২ হাজার ৬৪৮ কোটি টাকার ভ্যাট, আবগারি শুল্ক সহ নানা ধরনের শুল্ক কর দিয়েছে। যা আগের বছরের একই সময়ের চেয়ে ৪২ শতাংশ বেশি। তালিকাভুক্ত ২৪টি ওষুধ কোম্পানি ২ হাজার ৬৩৪ কোটি টাকার ভ্যাট দিয়েছে।

তালিকাভুক্ত চারটি কোমল পানীয় প্রস্তুতকারী কোম্পনি ভ্যাট দিয়েছে ৫০০ কোটি টাকা।