Joy Jugantor | online newspaper

কুষ্টিয়ার হাটে বেড়েছে কলার দাম

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ০৭:৪৩, ৬ মে ২০২১

আপডেট: ০৭:৪৪, ৬ মে ২০২১

কুষ্টিয়ার হাটে বেড়েছে কলার দাম

প্রতীকী ছবি।

রমজানে কুষ্টিয়ার হাটগুলোতে বেড়ে গেছে কলার দাম। কাদিপ্রতি কলার দাম বেড়েছে ১০০-১৫০ টাকা পর্যন্ত। এতে খুশি কৃষকরা।

চলতি মৌসুমে কুষ্টিয়াঞ্চলে কৃষকেরা সবরি, চাঁপা সবরি, মেহের সাগন, চাম্পা জাতের কলা চাষ করেছেন। আবহাওয়া ভালো থাকায় কলার ফলন ভালো হয়েছে। হাটে প্রচুর পরিমাণ কলার সমারোহ। রমজান মাসে কলার চাহিদা বাড়ায় ভালো দাম পেয়ে খুশি চাষিরা।

কলা চাষিরা জানান, এ বছর কলার আবাদ হয়েছে। আবহাওয়া ভালো থাকায় ফলনও ভালো হয়েছে। দামও ভালো পাওয়া যাচ্ছে।

জেলার বৃহত্তম কলার হাট মধুপুরে প্রকারভেদে কলার কাদি ২০০ থেকে ৭০০ টাকা দরে বিক্রি হয়। লকডাউনের কারণে গাড়ি ভাড়া বেশি হওয়ার কারণে লোকসান আশঙ্কায় ব্যবসায়ীরা।

কলা ব্যবসায়ীরা জানান, আগে কলার দাম কম ছিল; ভালো ব্যবসা হয়েছিল। কিন্তু লকডাউনের কারণে কলা বিক্রি নিয়ে চিন্তায় আছি।

কৃষি বিভাগের তথ্যমতে, চলতি মৌসুমে জেলায় ৫ হাজার ২০০ হেক্টর জমিতে কলা চাষ হয়েছে।