Joy Jugantor | online newspaper

রাঙ্গামাটিতে নারীর গলাকাটা মরদেহ উদ্ধার

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২২:৪০, ৩ জুলাই ২০২২

রাঙ্গামাটিতে নারীর গলাকাটা মরদেহ উদ্ধার

পেনসি চাকমা ।

রাঙ্গামাটির লংগদুতে পেনসি চাকমা (৩৫) নামের এক পাড়াকর্মীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৩ জুলাই) সকালে উপজেলার আটারকছড়া ইউনিয়নের দক্ষিণ উল্টোছড়ি গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পেনসি চাকমা ইউনিসেফ পরিচালিত পার্বত্য অঞ্চল টেকসই সামাজিক সেবাপ্রদান প্রকল্পের কর্মী।

স্থানীয়রা জানান, রাঙ্গামাটি সদর উপজেলার বন্দুকভাঙ্গা ইউনিয়নের দেবদাস চাকমা ও স্বর্ণলতা চাকমার মেয়ে পেনসি চাকমা। তিনি দীর্ঘদিন ধরে লংগদু উপজেলার আটারকছড়া ইউনিয়নের দক্ষিণ উল্টোছড়ি গ্রামে পাড়াকর্মী হিসেবে নিয়োজিত ছিলেন।

প্রকল্পের কো-অর্ডিনেটর শুভাশিস তালুকদার জানান, লংগদু সহকারী প্রকল্প ব্যবস্থাপক পূর্ণ মঙ্গল চাকমা মরদেহ উদ্ধার করেছেন। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে দেওয়া হবে।

আটারকছড়া ইউপি চেয়ারম্যান অজয় মিত্র চাকমা জানান, মেয়েটি বাড়িতে একা থাকতো। পাড়াকর্মীর পাশাপাশি টিউশনি করাতেন। কে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনো জানা যায়নি।

এ বিষয়ে লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিনের মোবাইলে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।