Joy Jugantor | online newspaper

চট্টগ্রামে ২২২ জনের শরীরে করোনা শনাক্ত

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১০:২৭, ১২ জানুয়ারি ২০২২

চট্টগ্রামে ২২২ জনের শরীরে করোনা শনাক্ত

করোনার টিকা নিতে চট্টগ্রামের একটি স্কুলের বাইরে শিক্ষার্থীদের ভিড়

চট্টগ্রামে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। সর্বশেষ ২৪ ঘণ্টায় চট্টগ্রাম নগরী ও জেলায় নতুন করে ২২২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সংক্রমণের হার ১২ দশমিক ৪০ শতাংশ। তবে এ সময় করোনায় কেউ মারা যায়নি।

বুধবার (১২ জানুয়ারি) চট্টগ্রামের সিভিল সার্জন ডা. ইলিয়াছ চৌধুরী এই তথ্য নিশ্চিত করেছেন। 

সিভিল সার্জন দপ্তর থেকে করোনার সর্বশেষ প্রতিবেদনে জানা যায়, গত ২৪ ঘন্টায় চট্টগ্রাম নগরী ও জেলায় ১ হাজার ৭৯০ জনের শরীরের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় ২২২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। 

করোনার সংক্রমণ আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাওয়ার সত্যতা নিশ্চিত করে চট্টগ্রাস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসের (বিআইটিআইডি) মেডিসিন বিভাগের প্রধান ডা. মামুনুর রশিদ জানান, জানুয়ারি মাসের শুরু থেকেই করোনা সংক্রমণ আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। আক্রান্তদের শরীরে অসুস্থতার তেমন লক্ষণ না থাকলেও সামান্য ঠান্ডা বা জ্বরের উপসর্গ দেখা যাচ্ছে। অনেকেই সম্পূর্ণ সুস্থ অবস্থাতেই পরীক্ষায় করোনার সংক্রমণ ধরা পড়ছে। এই অবস্থায় সবাইকে সচেতন হতে হবে। স্বাস্থ্যবিধি মেনে চলার কোন বিকল্প নেই।