Joy Jugantor | online newspaper

বঙ্গোপসাগরে লঘুচাপ, পায়রা বন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ০৭:১৭, ২৯ সেপ্টেম্বর ২০২১

বঙ্গোপসাগরে লঘুচাপ, পায়রা বন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত

ছবি সংগৃহীত

উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশ-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে এবং তা ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপ আকারে একই এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর বেশ উত্তাল রয়েছে। বাতাসের গতিবেগ কিছুটা বৃদ্ধি পেয়েছে।  

উপকূলীয় এলাকায় গতকাল সোমবার (২৮ সেপ্টেম্বর) মধ্য রাত থেকে থেমে থেমে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে। সোমবার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত ৪২.৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে জেলা আবহাওয়া অফিস।

উপকূলীয় এলাকা দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শংকায় চট্রগ্রাম, কক্সবাজার, মংলা ও পটুয়াখালীর পায়রা বন্দরকে তিন নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে চলাচল করতে বলা হয়েছে।

পটুয়াখালী জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ রানা বলেন, উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শংকা রয়েছে। পাশাপাশি বৃষ্টির এ ধারা আর দুই একদিন অব্যাহত থাকতে পারে।