Joy Jugantor | online newspaper

পতেঙ্গায় তেলবাহী ট্যাংকারে আগুন, ২ জনের লাশ উদ্ধার

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ০৭:১৭, ২৯ এপ্রিল ২০২১

পতেঙ্গায় তেলবাহী ট্যাংকারে আগুন, ২ জনের লাশ উদ্ধার

ছবি সংগৃহীত

চট্টগ্রামের পতেঙ্গায় ইরাবতী নামে একটি তেলবাহী ট্যাংকারে অগ্নিকাণ্ডের ঘটনায় দুইজনের লাশ উদ্ধার করা হয়েছে। ট্যাংকারটির ইঞ্জিন রুম থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে।

নিহতরা হলেন- ফেনীর বাসিন্দা জাহাজের লস্কর পদে কর্মরত রুহুল আমিন (৪৫) ও নোয়াখালীর বাসিন্দা টেন্ডল পদে কর্মরত নিজাম উদ্দীন (৪০)।

এছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তিনজন দগ্ধ অবস্থায় ভর্তি হয়েছেন। তাদের মধ্যে দুজনকে ঢাকার শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে নেয়ার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) সকাল সাতটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পৌনে তিন ঘণ্টার চেষ্টায় সকাল নয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস ও নৌবাহিনী।

বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক নিউটন দাশ। তবে তিনি প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানাতে পারেননি।

এদিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শীলব্রত বড়ুয়া জাগো নিউজকে বলেন, বন্দরের একটি জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ তিন শ্রমিককে হাসপাতালে আনা হয়। তারা হলেন- আবু সুফিয়ান (৪৭), সাহাবুদ্দিন (৬০) ও মনির হোসেন (৩৪)। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।