
প্রতিকী ছবি
বগুড়ার কাহালুতে ট্রেনে কাটা পড়ে আমিনুর( ২৮) নামের এক ব্যক্তি মারা গেছে। সে কাহালু পৌর এলাকার ২ নং ওয়ার্ডের মৃত সিরাজুল ইসলামের ছেলে।
গতকাল সোমবার সকাল সোয়া ৬ টার দিকে কাহালু স্টেশনের পশ্চিমে ৩ কিলোমিটার দুরে কচুয়া গ্রামের পাশে আমিনুর ঢাকা থেকে ছেড়ে আসা ঢাকা -লালমনিরহাট আন্তঃনগর ট্রেনে কাটা পড়ে মারা যায়৷ এসময় দেহ থেকে তাঁর মস্তক ও হাত পা বিচ্ছিন্ন হয়ে যায়।
সংবাদ পেয়ে বগুড়া রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাঁর মরদেহ উদ্ধার করে। বগুড়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির এস আই গোলাম মোস্তফা বিষয়টি নিশ্চিত করেছেন।