Joy Jugantor | online newspaper

কাজিপুরে বন্যার পানিতে ডুবে চতুর্থ শ্রেণীর শিশুর মৃত্যু

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ১২:০৩, ১০ জুলাই ২০২৪

কাজিপুরে বন্যার পানিতে ডুবে চতুর্থ শ্রেণীর শিশুর মৃত্যু

ছবি সংগৃহীত

গত কয়েকদিনের টানা বৃষ্টিতে যমুনার পানি বৃদ্ধির ফলে দেখা দিয়েছে ব্যাপক বন্যা। আর এই বন্যার পানিতে ডুবে মারা গেল চতুর্থ শ্রেণী ছাত্রী। নিহত শিশুর নাম মোঃ এলিজা আক্তার ইকরা(১০)। সে নিচিন্তপুর ইউনিয়নের চরপানাগাড়ি গ্রামের একরামুল হকের মেয়ে ও স্থানীয় কান্তনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির শিক্ষার্থী।

জানা যায় মঙ্গলবার (৯'ই জুন) সন্ধ্যা ৬ টার দিকে তার বাড়ির সামনে বন্যার পানিতে গোসলে নেমে নিখোঁজ হয় সে। এরপর আর তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক খোজাখুজির পর তাকে গোসলে নামা স্থানের পাশে থাকা পাটের জাগের নীচে পাওয়া যায়।

এবিষয়ে নিচিন্তপুর ইউপি সদস্য আবুল মোন্নাফ জানান, মেয়েটিকে পাটের জাগের নীচ থেকে পরিবারের লোকজন উদ্ধার করে, এবং মৃত অবস্থায় পায়। তবে নিহত মেয়ের পেটে কোন পানি পানি পাওয়া যায়নি। আগামীকাল সকালে তার দাফনের ব্যবস্থা হবে।