Joy Jugantor | online newspaper

বগুড়ায় করতোয়া সমাজ কল্যাণ সমিতির কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩:৩০, ১৫ এপ্রিল ২০২৪

বগুড়ায় করতোয়া সমাজ কল্যাণ সমিতির কমিটি গঠন

আবু মুসা সরকার সভাপতি, আনোয়ার হোসেন পলাশ সাধারণ সম্পাদক ও আব্দুল ওয়াদুদ মুকুল সাংগঠনিক সম্পাদক।

বগুড়ায় করতোয়া সমাজ কল্যাণ সমিতির কমিটি গঠন করা হয়েছে। মোঃ আবু মুসা সরকারকে সভাপতি, আনোয়ার হোসেন পলাশকে সাধারণ সম্পাদক ও আব্দুল ওয়াদুদ মুকুলকে সাংগঠনিক সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট এই কমিটি ঘোষনা করা হয়।

সোমবার দুপুরে সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। এর আগে গত রবিবার রাতে শহরের কলোনী উত্তরপাড়া এলাকায় সমিতির কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সর্বসম্মতিক্রমে এই কমিটির অনুমোদন দেয়া হয়। 

কমিটির অন্যান্য সদস্যরা হলেন-সহ-সভাপতি মোঃ জুলফিকার আলী তালুকদার বিদ্যুৎ, কুদরত-ই-খুদা, নাহিদুজ্জামান নাহিদ, যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রাশেদ, জাহিদুর রহমান পিন্টু, মোহাম্মদ সাজ্জাদুর রহমান সুমন, দপ্তর সম্পাদক তরিকুল ইসলাম জাকি, প্রচার সম্পাদক নাছিরুজ্জামান মামুন, কোষাধ্যক্ষ আজগর আলী, আইন সম্পাদক সৈয়দ শাহরিয়ার জামান, ধর্মীয় সম্পাদক ফৈরদৌস হোসেন, ক্রীড়া সম্পাদক তারেক হোসেন, সমাজ কল্যাণ সম্পাদক মেহেদী ইমাম সম্রাট, ত্রাণ সম্পাদক আব্দুল মোমিন কাজল, মুক্তিযোদ্ধা সম্পাদক রফিকুল ইসলাম মন্টু মিয়া, শিক্ষা সাংস্কৃতিক সম্পাদক মোখলেছুর রহমান, মহিলা বিষয়ক সম্পাদক সুইটি বেগম, কার্যনির্বাহী সদস্য ডাঃ সানজেদুল ইসলাম সুমন, ডাঃ জাহিদ হোসেন, ডাঃ ফয়সাল, মোঃ তুফান, ফজলুর রহমান, ফরিদুল ইসলাম ফরিদ, রেজাউল করিম, মোঃ কাফি, মোঃ বাবু, হুমায়ন, সুমন সরকার, আহমাদুল হাসান, আলতাব হোসেন, শাহীন মন্ডল, রাসেল সরকার, জামিল, মানিক, সাদ্দাম হোসেন, রউফ ও সাইফুল ইসলাম। 

উল্লেখ্য, করতোয়া সমাজ কল্যাণ সমিতি ১৯৯৪ সালে প্রতিষ্ঠা হয়। প্রতিষ্ঠার পর থেকে দীর্ঘ ৩০ বছর যাবৎ এলাকার অবহেলিত ও অসহায় মানুষের পাশে থেকে সেবামূলক কাজ করে যাচ্ছে। সমিতির পক্ষ থেকে বিভিন্ন উৎসবে গরবী ও দুস্থদের সহযোগিতা অব্যাহত রয়েছে।