Joy Jugantor | online newspaper

বগুড়ায় পাঁচ শতাধিক পরিবারে মাঝে ঈদ সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:২৬, ৭ এপ্রিল ২০২৪

আপডেট: ২০:২৮, ৭ এপ্রিল ২০২৪

বগুড়ায় পাঁচ শতাধিক পরিবারে মাঝে ঈদ সামগ্রী বিতরণ

রবিবার বগুড়া শহরের কলোনী এলাকায় সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

বগুড়ায় সুবিধাবঞ্চিত পাঁচ শতাধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার বেলা ১১টায় শহরে কলোনী এলাকায় করতোয়া সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে এসব সামগ্রী বিতরণ করা হয়।

ঈদ সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন করতোয়া সমাজ কল্যাণ সমিতির ভারপ্রাপ্ত সভাপতি জুলফিকার আলী তালুকদার বিদ্যুৎ, সাধারণ সম্পাদক আবু মুসা সরকার, আব্দুল হাই কাল্টু, আনোয়ার হোসেন পলাশ, শাজাহানপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য আব্দুল ওয়াদুদ মুকুল, মোখলেছুর রহমান, ফরিদুল ইসলাম, মেহেদী ঈমাম সম্রাট, তারেক, আব্দুলল্লাহ আল মুনিম তামিম, নাছিরুজ্জামান মামুন, মতিন, নাছির, জাভেদ, রুস্তম ও আজাদ প্রমুখ। ঈদ সামগ্রীর মধ্যে ছিলো-লাচ্ছা ও সাদা সেমাই, চিনি, গুড়া দুধসহ অন্যান্য সামগ্রী। 

বিতরণকালে করতোয়া সমাজ কল্যাণ সমিতির নেতৃবৃন্দরা জানান, ঈদের সম আনন্দ ভাগাভাগি করতে প্রতি বছর এলাকার অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষদের জন্য এমন ক্ষুদ্র প্রয়াস। এই সংগঠন সমাজের পিছিয়ে পড়া মানুষদের নিয়ে কাজ করে থাকে।