Joy Jugantor | online newspaper

নওগাঁ ঈদে মিলাদুন্নবী দোয়া মাহফিল

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত: ০০:৩২, ২৯ সেপ্টেম্বর ২০২৩

নওগাঁ ঈদে মিলাদুন্নবী দোয়া মাহফিল

পবিত্র ঈদ ই  মিলাদুন্নবী উপলক্ষে নওগাঁয় রচনা, হামদ ও নাত প্রতিযোগিতা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ শিশু একাডেমি নওগাঁ জেলা শাখা পবিত্র ঈদ ই মিলাদুন্নবী উপলক্ষে এই কর্মসূচির আয়োজন করে।

জেলা শিশু বিশেষ কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম এর সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন- সাবেক অধ্যক্ষ শরিফুল ইসলাম খান, নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি ও জেলা শিশু একাডেমির কার্যনির্বাহী পরিষদের সদস্য মোহাম্মদ কায়েস উদ্দিনসহ অন্যরা। 

এর আগে তিনটি বিভাগে  হামদ ও নাত এবং  দুটি বিভাগে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রায় অর্ধশত প্রতিযোগী শিক্ষার্থী  এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।