
সিরাজগঞ্জের উল্লাপাড়া থেকে মোটসাইকেল ছিনতাই চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব । বুধবার বিকাল ৩টার দিকে উল্লাপাড়া থানার লাহেরী মোহনপুর এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয় । এসময় ১ টি মোটর সাইকেল ও ৩ টি মোবাইল ফোন জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন উল্লাপাড়া থানার আগরহাট্টা গ্রামের আবু হানিফ ও সুকনাই গ্রামের মোতালেব অালী ।
বৃহস্পতিবার র্যাবের এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেন র্যাব-১২ সদর কোম্পানির কোম্পানি কমান্ডার মো. আবুল হাশেম সবুজ ।
কোম্পানি কমান্ডার জানান, গ্রেপ্তারকৃতরা ভাড়ায় চালিত মোটর সাইকেলকে টার্গেট করে বিভিন্ন স্থানে যাওয়ার নাম করে সুযোগ বুঝে চালককে হুমকি ও মারপিট করে মোটর সাইকেল ছিনিয়ে নিয়ে পালিয়ে যেত । এছাড়াও বিভিন্ন সময় মোটর সাইকেলের মালিককে মোবাইল ফোনের মাধ্যমে বিকাশে টাকার বিনিময়ে মোটর সাইকেল নিয়ে যাওয়ার কথা বলতো ।
তিনি আরও বলেন, গ্রেপ্তারকৃতরা একটি সংঘবদ্ধ মোটর সাইকেল ছিনতাই চক্রের সক্রিয় সদস্য । তারা সিরাজগঞ্জ জেলার বিভিন্ন থানা এলাকায় মোটর সাইকেল ছিনতাই করে ক্রয়-বিক্রয় করে আসছিলো । গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানায় একটি মামলা করা হয়েছে।