
বগুড়ায় বেলা ১১টার দিকে অভিযান চালিয়ে তিন দইঘরকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বগুড়ায় দইয়ের প্রকৃত ওজনের চেয়ে কম থাকায় তিন প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার সকাল ১১টার দিকে শহরের সাতমাথা এলাকায় এ অভিযান চালানো হয়।
এসময় চিনিপাতা দইঘরকে ৭০০০ টাকা, আলহাজ¦ মহরম আলি দইঘরকে ৬০০০ টাকা ও আসল আলহাজ¦ মহরম আলি দই ঘরকে ৫০০০ টাকা জরিমানা করা হয়।
বগুড়া জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভীর নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
তিনি জানান, বগুড়ার সাতমাথা এলাকায় দইয়ের দোকানগুলোতে অভিযান চালানো হয়েছে। এসময় চিনিপাতা দই ঘরের দইয়ের মোড়কে ৬৫০ গ্রাম দই থাকার ঘোষণা থাকলেও প্রকৃতপক্ষে ৫৩০ গ্রাম দই পাওয়া যায়। এছাড়াও আলহাজ্ব মহরম আলি দই ঘর এবং আসল মহরম আলি দইঘরেও ঘোষণাকৃত ওজন অপেক্ষা কম ওজন পাওয়ায় প্রতিষ্ঠিানগুলোকে জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের তদারকি অব্যাহত থাকবে।
অভিযানে জেলা পুলিশের একটি দল সহযোগীতা করে।