Joy Jugantor | online newspaper

পাঁচবিবিতে বাড়ির পাশের খালে কিশোরীর মরদেহ

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশিত: ২১:৩৭, ২৬ সেপ্টেম্বর ২০২৩

আপডেট: ২২:০৩, ২৬ সেপ্টেম্বর ২০২৩

পাঁচবিবিতে বাড়ির পাশের খালে কিশোরীর মরদেহ

পাঁচবিবিতে খাল থেকে কিশোরীর মরদেহ উদ্ধার । ছবি: জয়যুগান্তর

জয়পুরহাটের পাঁচবিবিতে নিজ বাড়ির আধা কিলোমিটার পশ্চিমে উচাই ঝিনাইগাড়ী নামক বিলের খাল থেকে ববিতা (১৫) নামে এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার আটাপুর ইউনিয়নের উচাই পাথরঘাটা গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় পুলিশ

ববিতা উপজেলার আটাপুর ইউনিয়নের উচাই পাথরঘাটা গ্রামের মামুনুর রশিদের মেয়ে।

নিহত কিশোরীর বড় বোন মামুনী খাতুন জানান, সোমবার  রাত ১০টার দিকে ববিতাসহ তিন ভাই বোন ঘরে বসে টিভি দেখার এক পর্যায়ে ববিতা  ঘুৃমানোর কথা বলে নিজ ঘরে চলে যায়। এর ঘণ্টাখানেক পর মামুনী খাতুন প্রকৃতির ডাকে সাড়া দিয়ে আসার সময় ববিতার ঘরে গিয়ে তাকে না পেয়ে খোঁজ করতে থাকে । 

মঙ্গলবার সকাল ৮টার দিকে বাড়ীর আধা কিলোমিটার পশ্চিমে ঝিনাইগাড়ী খালে জেলেরা মাছ ধরতে গিয়ে ববিতার মরদেহ খালের পানিতে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। এসময় লাশের গলায় ওড়নার গিট দিয়ে পেঁচানো ছিলো বলে জানা গেছে।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার তদন্ত চলছে।