Joy Jugantor | online newspaper

জয়পুরহাটে সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেপ্তার

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৫৬, ২৬ সেপ্টেম্বর ২০২৩

জয়পুরহাটে সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেপ্তার

জয়পুরহাটে সাজাপ্রাপ্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

জয়পুরহাটে অর্থঋণ ও পারিবারিক পৃথক দুটি মামলার সাজাপ্রাপ্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব- ৫। সোমবার (২৫ সেপ্টেম্বর) রাতে সদর উপজেলার পৃথক দুই স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- আব্দুস সাত্তার (৫৪) ও আমিনুর রহমান ওরফে আনিছুর (৩৫)। আব্দুস সাত্তার অর্থঋণ মামলার সাজাপ্রাপ্ত আসামি। তিনি জয়পুরহাট শহরের শান্তিনগর মহল্লার আব্দুল্লাহ বিশ্বাসের ছেলে। আমিনুর রহমান পারিবারিক মামলার সাজাপ্রাপ্ত আসামি। তিনি জয়পুরহাট সদরের পূর্বপালী গ্রামের নাছির উদ্দিনের ছেলে।

র‌্যাব জানায়, অর্থঋণ মামলার আসামি আব্দুস সাত্তারের বিরুদ্ধে ৬ মাসের সাজা হয়েছে। এরপর থেকে তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। সোমাবর রাত সাড়ে ৯টার দিকে জয়পুরহাট সদরের খঞ্জনপুর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। অপরদিকে আমিনুর রহমান ওরফে আনিছুরের বিরুদ্ধে পারিবারিক অধ্যাদেশ মামলায় ৩ মাসের সাজা হয়েছে। তিনি সাজাপ্রাপ্ত আসামি হয়ে পালিয়ে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে রাত ১১টার দিকে তাকে সদরের দাদরা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

আদালত অনেকদিন পূর্বে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। পলাতক এই দুই আসামিকে গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা নিতে জয়পুরহাট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত অধিনায়ক ইমদাদ হোসেন বিপুল।