Joy Jugantor | online newspaper

বাঁধানো দামের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি

জয়পুরহাটে দুই ব্যবসায়ীকে জরিমানা

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৩২, ১৬ সেপ্টেম্বর ২০২৩

জয়পুরহাটে দুই ব্যবসায়ীকে জরিমানা

ছবি: জয়যুগান্তর


সরকারের বেঁধে দেওয়া দামে আলু, পেঁয়াজ ও চিনি বিক্রি না করায় জয়পুরহাটে দুই ব্যবসায়ীর জরিমানা করা হয়েছে। শনিবার দুপুরে জেলা শহরের মাছুয়া বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামিম হোসাইন। এতে পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।

শামিম হোসাইন বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার ৫টি পণ্য যথাক্রমে ডিম, আলু, পেঁয়াজ, চিনি ও সয়াবিন তেলের দাম নির্ধারণ করে দেন। কিন্তু শহরের বিভিন্ন বাজারে কতিপয় অসাধু ব্যবসায়ী সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি করছেন। এমন খবরে শহরের মাছুয়া বাজারের সবজি ও মুড়ির দুই ব্যবসায়ীকে দুই হাজার করে চার হাজার টাকা জরিমানা হয়েছে এবং তাদের সতর্ক করা হয়েছে।

তিনি বলেন, বাজারে সরকার নির্ধারিত দামের চেয়ে কোন পণ্যের দাম যাতে ব্যবসায়ীরা বেশি নিতে না পারেন সেজন্য তাদের এই অভিযান অব্যাহত থাকবে।