Joy Jugantor | online newspaper

পাঁচবিবিতে তৃণমূল নেতাকর্মীদের সাথে এমপির মতবিনিময় সভা

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি

প্রকাশিত: ০১:৫৮, ১৭ সেপ্টেম্বর ২০২৩

পাঁচবিবিতে তৃণমূল নেতাকর্মীদের সাথে এমপির মতবিনিময় সভা

জয়পুরহাটের পাঁচবিবিতে তৃণমূল নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা করা হয়।

জয়পুরহাটের পাঁচবিবিতে তৃণমূল নেতাকর্মীদের সাথে নিয়ে জয়পুরহাট-১ আসনের এমপি সামছুল আলম দুদুর মত বিনিময় সভা করা হয়েছে।

শনিবার দুপুরে পাঁচবিবি উপজেলা আওয়ামী লীগের আয়োজনে এমপির পাঁচবিবিস্থ বাসভবনে এ আয়োজন করা হয়। 

এতে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযুদ্ধের সংগঠক আবু বকর ছিদ্দিক মন্ডল। সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কুসুম্বা ইউপি চেয়ারম্যান  জিহাদ মন্ডল। 

প্রধান অতিথির বক্তব্য রাখেন জয়পুরহাট -১ আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এ্যাড. সামছুল আলম দুদু।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন  জয়পুরহাট জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মাহমুদ হোসেন হিমু, সদস্য মহির উদ্দিন মন্ডল, জয়পুরহাট সদর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন, পাঁচবিবি পৌর আওয়ামী লীগের সভাপতি এস কে আব্দুল হক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সোহরাব হোসেন মন্ডল প্রমুখ।